Scores

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ স্থগিত, আইসোলেশনে সব ক্রিকেটার

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচ স্থগিত করা হয়েছে। জৈব সুরক্ষা বলয়ে করোনা আক্রান্ত শনাক্তের ঘটনায় এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ স্থগিত, আইসোলেশনে সব ক্রিকেটার

বৃহস্পতিবার (২২ জুলাই) দ্বিতীয় ওয়ানডে শুরুর প্রাক্বালে বলয়ে থাকা এক সদস্যের দেহে ছোঁয়াচে করোনা ভাইরাস শনাক্ত হয়। যদিও তিনি কোন দলের সদস্য তা প্রকাশ করা হয়নি। জৈব সুরক্ষা বলয়ে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় দুই দলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে, তাদের সাথে আইসোলেশনে জৈব সুরক্ষা বলয়ে থাকা বাকি সব সদস্যও।

Also Read - বিসিবির শোক প্রকাশ, দেশে ফিরছেন বিপ্লব

বলয়ে করোনা ছড়িয়ে পড়ায় শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া জাতীয় দলের বাংলাদেশ সফরও। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই বাংলাদেশের বিমানে চেপে বসার কথা অজিদের। বাংলাদেশের বিপক্ষে আগামী মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দলটি।

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিও চলছিল ঠিকঠাক। অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নেয়। তবে বল মাঠে গড়ানোর আগমুহূর্তে জানা যায়, সর্বশেষ করোনা পরীক্ষার বলয়ে থাকা একজনের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে অজি গণমাধ্যমের শঙ্কা প্রকাশ

মুশফিককে বলয়ে অন্তর্ভুক্তের অনুরোধে অস্ট্রেলিয়ার ‘না’

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর : স্বাস্থ্য সুরক্ষাকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত

স্টার্ক-হ্যাজলউডের আক্রমণে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ