Scores

ওয়েস্ট ইন্ডিজ দল থেকেও ছিটকে পড়লেন ব্রাভো

কুঁচকির চোটের কারণে শুধু আইপিএল নয় ওয়েস্ট ইন্ডিজের আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তার বদলি দলে নেওয়া হয়েছে আরেক অলরাউন্ডার মারিও শেফার্ডকে।

এবারের আইপিএল যেন কাল হয়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর জন্য। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সময়টা ভালো যাচ্ছে না। আইপিএল শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ব্রাভোর। তবে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা হলো না এই অলরাউন্ডারের।

Also Read - 'বেসিক' দিয়েই সাইফউদ্দিনের আলো কাড়লেন তাসকিন


চোটের কারণে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়াতে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে শেফার্ডকে। চোট পাওয়ার পর আপাতত ত্রিনিদানে ফিরে যাবেন ব্রাভো। সেখানেই চোট থেকে সেরে উঠার জন্য পুনর্বাসন চালিয়ে যাবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

“নিউ জিল্যান্ড সফরের জন্য আমি মুখিয়ে ছিলাম, কারণ মার্চে শ্রীলঙ্কায় খেলার পর অনেক মাস ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চাপাতে পারিনি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা নিয়েও আমরা খুব রোমাঞ্চিত। দুর্ভাগ্যজনকভাবে এই চোট আমাকে শুধু আইপিএল নয়, নিউ জিল্যান্ড সফর থেকেও ছিটকে দিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “আগামী কয়েক দিনের মধ্যে ত্রিনিদাদে ফিরে যাওয়ার ব্যবস্থা করছি আমি, সেখানেই পুনর্বাসন চালিয়ে যাব। আবার ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ, শুধু নিজেকে আরও শক্তিশালি করে তুলতে হবে আমার।”

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পান তিনি। ফলে ম্যাচ চলাকালীনই মাঠ থেকে উঠে যেতে হয় তার। চোটের কারণে শেষ ওভারে বোলিং করতে না পারায় ম্যাচটি হারতে হয় চেন্নাই সুপার কিংসকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

দলে ফিরতে পিসিবিকে ‘ব্ল্যাকমেইল’ করছেন আমির!

মালিককে নিয়ে বিস্ফোরক দাবি আফ্রিদির

বল টেম্পারিং কাণ্ডে আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

আমার স্বপ্ন অনেক বড় : তাসকিন

আল জাজিরার প্রতিবেদনে দুর্নীতির প্রমাণ পায়নি আইসিসি