ওয়েস্ট ইন্ডিজ সফরেও ফেরা হচ্ছে না সাইফউদ্দিনের
এখনো ফিটনেস ফিরে না পাওয়ায় আবারও পিছিয়ে গেল সাইফউদ্দিনের জাতীয় দলে ফেরার অপেক্ষা
তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
গত বছর বিশ্বকাপে চোট পাওয়ার আর জাতীয় দলে ফেরার সুযোগ হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। ঘরোয়া ক্রিকেটে খেললেও জাতীয় দলে ফেরার সময়েই আবার ফিটনেস ইস্যুতে দল থেকে ছিটকে গেলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, বাংলাদেশি অলরাউন্ডার সাইফউদ্দিন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো না ফেরার কারণেই এই সফরে যাওয়া হচ্ছে না সাইফের।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, "যদিও সাইফউদ্দিন অনুশীলন করছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার মতো ফিটনেস লেভেলে এখনো সে ফিরতে পারেনি। যেহেতু এখনো তার পুনর্বাসন নিয়ে এবং ফিটনেস ফেরানোর জন্য কাজ করবে তাই সে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করবে।"
ডানহাতি মিডিয়াম পেস ও লোয়ার-মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটিং করা সাইফউদ্দিন এ পর্যন্ত জাতীয় দলের পক্ষে ২৯টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে সাইফের সংগ্রহ ৩৬২ রান ও ৪১ উইকেট। টি-টোয়েন্টিতে তার নামের পাশে আছে ১৯৬ রান ও ৩১টি উইকেট।
অপরদিকে, চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। বাঁহাতি পেসার ইতোমধ্যে টেস্ট দলের সাথে যোগ দিয়েছেন এবং ডানহাতি পেসার তাসকিন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে যোগ দিবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি হবে আগামী ২ ও ৩ জুলাই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই।