Scores

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচের সময় নিয়ে বিসিবির ব্যাখ্যা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট এবং তিন ওয়ানডে ম্যাচ শুরুর সময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১ টা ৩০ মিনিটে এবং টেস্ট ম্যাচ শুরু হবে সকাল ৯ টায়। বাংলাদেশে ওয়ানডে ম্যাচ সাধারণত এ সময় শুরু হয় না। 

চূড়ান্ত হল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

দিবারাত্রির ম্যাচগুলো সাধারণত দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে শুরু হয়। কখনো কখনো শুরু হয় ১ টা ৩০ মিনিটেও। দিবারাত্রি না হলে সকাল নয়টা-সকাল দশটার মাঝেই শুরু হয়ে থাকে ম্যাচগুলো। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ১১ টা ৩০ মিনিটে।

Also Read - আম্পায়ারকে গালি দিয়ে শাস্তি পেলেন পেইন

ম্যাচের সময় নির্ধারণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, “অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। ব্রডকাস্ট টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সাথে আলোচনা করেই এ সিদ্ধান্তগুলো হয়। ম্যাচের সূচিটা সেভাবেই করা হয়েছে।” 

রবিবার বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই দফা করোনা পরীক্ষা করানোর পর সরকারের অনুমতি সাপেক্ষে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা।

এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি-

 

১০ জানুয়ারি, ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।

১৮ জানুয়ারি, ২০২১: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার।

২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।

৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

৯ বছর পরে এডওয়ার্ডস ও ২ বছর পরে গেইল ফিরলেন

জাতীয় দলের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন গেইল

মালিঙ্গার অনুপস্থিতিতে নতুন অধিনায়কের অধীনে শ্রীলঙ্কা

মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে শৃঙ্খলার গুরুত্ব বোঝালেন ক্যারিবীয় অধিনায়ক