Scores

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দর্শক ফেরাতে চায় বিসিবি, তবে…

বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। মাঠে ক্রিকেট ফেরালেও দর্শক প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সেখানে কি দর্শক ফেরাবে বিসিবি? বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, দর্শকদের ব্যবহারে আশ্বস্ত হলে কিছু দর্শক প্রবেশের অনুমিত দেওয়া হবে।

দীর্ঘ সময় বাংলাদেশে প্রতিযোগিতামূলক কোনো খেলা হয়নি। কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ মাঠে গড়ালেও গ্যালারিতে সমর্থকদের জন্য জায়গা রাখেনি বিসিবি। তবে উল্টো চিত্র ছিল জনপ্রিয় আরেক খেলা ফুটবলে। ঘরের মাঠে নেপালের বিপক্ষে গ্যালারি পূর্ণ দর্শক দেখা গেছে।

Also Read - অনুভূতি প্রকাশের ভাষা হারিয়েছেন কোহলি


এরপরেও অনড় অবস্থানে বিসিবি। মোটা বাজেটের বঙ্গবন্ধু কাপেও গ্যালারির আসন ফাঁকা রেখেছিল। সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টে ছিল না দর্শক উপস্থিতি। গুঞ্জন ছিল, করোনা সতর্কতা মেনে অন্তত ফাইনাল ম্যাচে কিছু সমর্থককে প্রবেশের সুযোগ দিতে পারে। তবে ঝুঁকি আমলে নিয়ে সে পথে হাঁটেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সূচি অনুযায়ী জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলার কথা আছে টাইগারদের। যেহেতু করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফিরেছে, সেহেতু এই সিরিজে দর্শক প্রবেশের অনুমতির বিষয়ে কি ভাবছে টাইগার বোর্ড?

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি পাপন বললেন, গ্যালারিতে কিছু দর্শক ফেরাতে চান তারা। তবে, বিসিবির বেধে দেওয়া নিয়মকানুন মেনে চলতে হবে সমর্থকদের।

পাপন বলেন, ‘এটা আসলে বলা মুশকিল। বলা মুশকিল এই কারণে আমরা যদি মনে করি আমাদের যদি এই বিশ্বাসটা আসে যে দর্শকদের নিয়ম-কানুন মেনে চলার কথা, সেটা যদি মেনে চলবে এই আশ্বস্ত যদি আমরা হতে পারি, তাহলে অবশ্যই আমরা কিছু সংখ্যক দর্শককে অনুমতি দিব।’

‘কিন্তু এমনও হতে পারে তারা মানছে না, তারা মাস্ক পরছে না, নিরাপদ দূরত্ব বজায় রাখছে না। এরকম পরিস্থিতি আমাদের ক্রিকেটে হোক, আমরা চাই না। শৃঙ্খলা যদি পাওয়া যায় এবং আমরা যদি মনে করি তারা হবে (শৃঙ্খল)। তাহলে আস্তে আস্তে আমরা দর্শক নেব।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

করোনাকালে বাড়তি সতর্কতায় বিসিবি সভাপতি

সাকিব-মাশরাফির অভিমত, বেশি গুরুত্ব দেওয়ার কিছু দেখছেন না সুজন

করোনায় ভবিষ্যৎ সিরিজ নিয়ে শঙ্কিত নয় বিসিবি

এক বছরের মধ্যে টেস্টে ভালো দল হবে বাংলাদেশ : পাপন 

তরুণদের নিয়ে জাতীয় দল গড়ার আভাস দিলেন পাপন