Scores

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরু থেকে ডিআরএস ব্যবহার নিয়ে ধোঁয়াশায় বিসিবি!

আম্পায়ারদের সিদ্ধান্তে প্রায়শই ভুল বের হয়ে আসে এবং সেটা পুনঃনিরীক্ষণের সুযোগ না থাকলে বলির পাঠা হতে হয় ক্রিকেটারদেরকে। তাই আধুনিক প্রযুক্তির যুগে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ক্রিকেটের একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। যথারীতি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজেও এই পদ্ধতি থাকছে তবে শুরু থেকেই তা পাওয়া নিয়ে সংশয়।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। এই সিরিজে ডিআরএস পরিচালনার জন্য লন্ডন থেকে একজন প্রকৌশলী নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু স্বাভাবিক সময়ের মতো বাংলাদেশে এসেই কাজে নেমে পড়তে পারছেন না কোভিড প্রটোকলের জন্য। এই বিদেশি প্রকৌশলীর ক্ষেত্রে নিয়মনীতি মেনে ছাড় দেওয়ার জন্য আবেদন করেছে বিসিবি। ছাড় পেলে প্রথম ম্যাচ থেকেই কাজ করতে পারবেন তিনি নাহলে বাড়বে অপেক্ষা।

Also Read - জার্সিতে 'ভুলবশত' বাংলাদেশ বাদ পড়েছিল, দাবি বিসিবির

এই ব্যাপারে বিসিবির গণমাধ্যম ব্যবস্থাপক জালাল ইউনুস বলেন, ‘ডিআরএস তো অবশ্যই থাকবে। তবে ডিআরএসের একটি ইস্যু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। ইংল্যান্ড থেকে আসা ব্যক্তিদের জন্য বিশেষ কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন থাকতে হবে সরকারি আইসোলেশনে , আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে হবে। কিন্তু এটার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। একই সঙ্গে যারা এটা দেখাশোনা করেন তাদের সঙ্গেও আমরা বলেছি। তো দেখা যাক এখন কি হয়।’

তিনি আরও যোগ করেন, ‘একজন ইঞ্জিনিয়ার যদি আমরা সময়মতো আনতে পারি ২০ তারিখেই হতে পারে (ডিআরএস)। যদি আমরা সময়মতো সব কিছু শেষ করতে পারি তাহলে হয়তো ডিআরএসের সমস্যাটা হবেনা। নতুবা এই ম্যাচের পর থেকে ডিআরএসের সমস্যাটার সমাধান হয়ে যাবে।’

এছাড়া টেস্ট সিরিজে দায়িত্ব পালন করার জন্য বিদেশি আম্পায়ারও আসার কথা। তাদের ব্যাপারেও কোয়ারেন্টিনে ছাড়ের জন্য কথাবার্তা বলছে বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘আসবে (আম্পায়ার) এবং আমরা আবেদন করেছি সরকারের কাছে কিছুটা ছাড় দেয়ার জন্য। কিন্তু নিয়মনীতি মেনেই ছাড় দিতে বলেছি। যেহেতু টেস্ট থেকে আম্পায়ার থাকবে সেহেতু আমাদের হাতে সময় আছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

মায়ের জন্যই বিসিবির কাছে শাস্তি কমানোর আর্জি শাহাদাতের

আইসিসির ‘সাম্যবাদী’ নিয়মে ক্ষিপ্ত ভারত

চুল নিয়ে ধারাভাষ্যকারের কটূক্তি, রেগে আগুন স্টেইন

পাসপোর্ট হারানো শানাকার বদলে শ্রীলঙ্কার নেতৃত্বে ম্যাথিউস

দুর্ঘটনাক্রমে ক্রিকেটার হয়েছি : অশ্বিন