██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কখনও আইপিএল খেলেননি, তবু তাদের ভিত্তিমূল্য ২ কোটি

কখনও আইপিএল খেলেননি, তবু তাদের ভিত্তিমূল্য ২ কোটি
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2024-11-18T15:23:53+06:00

আপডেট হয়েছে - 2024-11-18T15:23:53+06:00

কখনই আইপিএল খেলা হয়নি। অথচ এবার তাদের কিনতে গেলে বিড শুরুই করতে হবে ২ কোটি রুপি থেকে, যা আইপিএল নিলামে সর্বোচ্চ বেইজ প্রাইস। আইপিএলের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্য দিয়েছেন যে ক’জন ক্রিকেটার, তাদের মধ্যে এমন ৩ জন আছেন যাদের আইপিএল খেলার কোনো অভিজ্ঞতাই নেই। পাঁচ-পাঁচটি দলের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটার যেমন আছেন, তেমনি ২ কোটি ভিত্তিমূল্যে আছেন তুলনামূলক অখ্যাত ও আইপিএল খেলার অভিজ্ঞতাহীন ক্রিকেটারও। 

মুস্তাফিজ গত আসরের মতো এবারো ২ কোটি রুপি ভিত্তিমুল্যে নিলামে উঠবেন। যদি একাধিক দল তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করে, তাহলে তার মূল্য কোথায় গিয়ে ঠেকবে তা অনুমান করাও মুশকিল। এছাড়াও জস বাটলার, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং, মিচেল স্টার্ক, যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, হ্যারি ব্রুক, ডেভন কনওয়ের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।

অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের গত আসরে ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি, দল পান ৫০ লাখ রুপিতে। দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলা এই মারকুটে ব্যাটারের ভিত্তিমূল্যই এবার ২ কোটি রুপি। এছাড়া অ্যাইডেন মারক্রাম, দেবদূত পাড়িকাল, ডেভিড ওয়ার্নার, রবিচন্দ্রন অশ্বিন, ভেঙ্কাটেশ আইয়ার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, হার্শাল প্যাটেল, মার্কাস স্টয়নিস, জনি বেয়ারস্টো, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, ঈশান কিষাণ, ফিল সল্ট, কখলিল আহমেদ, ট্রেন্ট বোল্ট, জশ হ্যাজলউড, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ ও নটরাজনের ভিত্তিমূল্যও ধরা হয়েছে ২ কোটি রুপি।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

তালিকাটা এখানেই শেষ হচ্ছে না। অন্যান্যদের মধ্যে অ্যানরিখ নরকিয়া, নূর আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, অ্যাডাম জাম্পা, ফাফ ডু প্লেসিস, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, স্যাম কারান, ড্যারিল মিচেল, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জশ ইংলিস, দীপক চাহার, লকি ফার্গুসন, ভুবনেশ্বর কুমার, মুকেশ কুমার, মুজিব উর রহমান, আদিল রশিদ, ফিন অ্যালেন, ব্যান ডাকেট, শেরফানে রাদারফোর্ডের বেইজ প্রাইসও ২ কোটি রুপি।

গত মৌসুমে মুস্তাফিজের সতীর্থ থাকা মঈন আলীর ভিত্তিমূল্যও ২ কোটি রুপি। এছাড়া জেমস ভিন্স, টিম ডেভিড, উইল জ্যাকস, টম ব্যান্টন, স্পেন্সার জনসন, নাভিন উল হক, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, তাবরাইজ শামসি, এভিন লুইস, স্টিভ স্মিথ, গুস অ্যাটকিনসন, টম কারান, মিচেল স্যান্টনার, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, শন অ্যাবট, অ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডান, টিমাল মিলসের দরদামও শুরু হবে ২ কোটি রুপি থেকে।

এই ক্রিকেটারদের মধ্যে জেমস ভিন্স, বেন ডাকেট ও জশ ইংলিস আগে কখনই আইপিএল খেলেননি। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই ৩ ক্রিকেটারকে কিনতে কাদের আগ্রহ দেখা যায়, তা-ই দেখার অপেক্ষা।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.