Scores

কতটুকু অভিজ্ঞ নতুন ব্যাটিং কোচ!

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ থেকে থিলান সামারাবিরার অব্যাহতির পর নতুন কোচের খোঁজে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সময়ক্ষেপণ না করে রীতিমতো তড়িঘড়ি করেই নতুন একজন ব্যাটিং কোচের নাম ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। তবে প্রশ্ন জাগছে, কতটুকু অভিজ্ঞ তামিমদের নতুন শিক্ষক?

এখন পর্যন্ত বিসিবির নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ান মার্ক ও’নীলই হতে যাচ্ছেন বাংলাদেশ দলের পরবর্তী ব্যাটিং কোচ। কিন্তু অবাক করা বিষয়, ব্যাটিং সম্পর্কে এই ভদ্রলোকের অভিজ্ঞতাই নগণ্য!

Also Read - সেরা বাঙালি খেলোয়াড়ের খেতাব পেলেন মাশরাফি


৫৮ বছর বয়সী এই কোচ কখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্সও নয় আহামরি। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার সংগ্রহে রয়েছে ৩৭৩৯ রান, যেখানে গড় ৩৫.১৭।

ব্যাটসম্যান হিসেবে খ্যাতি কুড়োতে না পারলেও অখ্যাত খেলোয়াড়ি জীবন শেষে ব্যাটিং কোচিংয়ের দিকে নজর দেন মার্ক। অল্প কিছুদিন নিউজিল্যান্ড দলের সাথে কাজ করেছেন তিনি, ছিলেন নিউ সাউথ ওয়েলস দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও। সাউথ অস্ট্রেলিয়া ও মিডলসেক্সের সঙ্গেও কাজ করেছেন সিডনিতে জন্ম নেওয়া মার্ক।

কিন্তু এখনও নামের পাশে বড় কোনো সাফল্য কিংবা দল লাগাতে পারেননি মার্ক। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগছে- তামিম-সাকিবদের কোচ হিসেবে কতটুকু গ্রহণযোগ্য তিনি?

থিলান সামারাবিরার কাজে অসন্তুষ্ট হয়েই মূলত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। অথচ সামারাবিরা ছিলেন একসময়ের বিশ্ব-কাঁপানো ব্যাটসম্যান। নতুন ব্যাটিং কোচ বাংলাদেশ দলের হয়ে ভালো করতে পারলে সেটি চমকপ্রদই হবে বিশ্ব-ক্রিকেটের জন্য।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটারদের অভিযোগে সামারাবিরা অধ্যায়ের অবসান

টাইগারদের সাথে থাকছেন সামারাবিরা

স্বাধীনতা পাবার কারণেই বদলে গেছে বাংলাদেশঃ সামারাবিরা

সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শক এখন ঢাকায়

টাইগারদের সহকারী কোচের পদে হ্যালসল, ব্যাটিং পরামর্শক সামারাবিরা