Scores

কথা দিয়ে কথা রাখলেন মুমিনুল

কথা রাখলেন মুমিনুল হক। দুঃসময় পেছনে ফেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টকেই পাখির চোখ করে রেখেছিল বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মুমিনুল কথা দিয়েছিলেন, ব্যাটিংয়ের ফাঁড়া কাটিয়ে ওঠে এই ম্যাচে কেউ না কেউ গড়বেন বড় স্কোর।

কথা দিয়ে কথা রাখলেন মুমিনুল

সেই কথা মুমিনুল নিজেই রাখলেন। ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই তিনি তুলে নিয়েছেন সেঞ্চুরি।

Also Read - বিশাল জয়ে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড৭৯ রানে অপরাজিত মুমিনুল তৃতীয় দিন সকালে প্রথমে মুশফিকুর রহিমের অর্ধ-শতকের সাক্ষী হন, এর পরপরই পূর্ণ করেন নিজের শতক। ক্যারিয়ারের ৯ম শতক পেয়ে স্পর্শ করেছেন তামিম ইকবালকে (তিনিও টেস্টে ৯টি শতকের মালিক, যা বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি)।

২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সর্বশেষ শতক হাঁকিয়েছিলেন মুমিনুল। এরপর টেস্ট আঙিনায় ম্লান হয়ে পড়েছিলেন। নেতৃত্বের ভার পেলেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিজেকে মেলে ধরতে বেশ কষ্টই হচ্ছিল কক্সবাজারের ছেলের। শেষমেশ কাঙ্ক্ষিত ও বহুল প্রতীক্ষিত শতক এসে ধরা দিল জিম্বাবুয়ের বিপক্ষে।

মুমিনুলের কথা রাখার ইনিংস নির্দ্বিধায় প্রশংসার দাবিদার। জিম্বাবুয়ের বোলারদের যেভাবে দেখেশুনে সামলাচ্ছেন, তাকে ‘অধিনায়কোচিত’ বলাই চলে। সংবাদ সম্মেলনে কথা দিয়েছিলেন, ‘এই ম্যাচে ১০০, ২০০ বা ৩০০ এর মত ইনিংস হবে- কথা দিলাম।’

সেঞ্চুরি হাঁকিয়ে মুমিনুল কথা রেখেছেন। তার এই ইনিংসই কি পাবে দ্বি-শতক বা ত্রি-শতকের ছোঁয়া? এই প্রতিবেদন লেখার সময় ১৮০ বলে ১০৭ রান করে ক্রিজে রয়েছেন, হাঁকিয়েছেন ১২টি চার। সঙ্গী মুশফিক অপরাজিত ৭৬ রান করে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আবিদের অপরাজিত দ্বিশতকের পর কোণঠাসা জিম্বাবুয়ে

আজহার-আবিদের শতকে বড় সংগ্রহের পথে পাকিস্তান

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল পাকিস্তান

ফাওয়াদের রেকর্ড গড়া শতকে বিশাল লিডের পথে পাকিস্তান

আমি ফিক্সিং করিনি : হিথ স্ট্রিক