Scores

কন্ডিশনের দায় নেই, পরিকল্পনা কাজে না লাগানোয়ই ব্যর্থতা

নিউজিল্যান্ডের কাছে শোচনীয় দুই পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়াতে হয়েছে বাংলাদেশকে। এমন পারফরম্যান্সের পর দেশের ক্রিকেট অঙ্গন পড়েছে দুশ্চিন্তায়। অনেকেই মনে করছেন, নিউজিল্যান্ডের অনভ্যস্ত কন্ডিশনই টাইগারদের এমন ব্যর্থতার কারণ।

কন্ডিশনের দায় নেই, পরিকল্পনা কাজে না লাগানোয়ই ব্যর্থতা

তবে কন্ডিশনকে দোষ দিতে নারাজ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। তিনি মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা কাজে লাগাতে না পারাই ভালো ক্রিকেট উপহার দিতে পারছে না।

নিউজিল্যান্ডের হিমশীতল পরিবেশে ভালো করা কঠিনই। তার উপর রয়েছে পেস বোলিংয়ের দাপট, যেখানে বাংলাদেশ স্পিন নির্ভর দল। বিপিএলের কারণে পুরো দল একসাথে নিউজিল্যান্ডে যেতে পারেনি। অনেক ক্রিকেটই নিউজিল্যান্ডে পা রেখেছেন সিরিজ শুরুর প্রাক্বালে। কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে না পেরে এমন দৈন্যদশা কিনা পারফরম্যান্সে- এমন প্রসঙ্গে সাব্বির রহমান বলেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, ঠিক তা নাসবই ঠিক আছেপরিকল্পনা কাজে লাগাতে পারছি না

Also Read - কোনো সমস্যা দেখছেন না সাব্বির


এ সময় তিনি আশা প্রকাশ করেন, সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াবে বাংলাদেশ। তার ভাষ্য, যদি পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে সামনে ভালো ক্রিকেট খেলতে পারবপরের ম্যাচে ধবলধোলাই ঠেকিয়ে চেষ্টা করব ব্যবধানটা ২-১ করতে

দেশের বাইরে ম্যাচ হলে সুবিধা পাওয়া যায় কম, অন্তত হোম এডভান্টেজ তো পাওয়া যায়ই না। তাই বলে কোনো গা ছাড়া ভাব আসার সুযোগ কই! সাব্বির জানালেন, সব ম্যাচই জেতার উদ্দেশ্যে খেলে দল, প্রতিটি ম্যাচ আমরা চেষ্টা করি জিততেসেটি দেশে হোক কিংবা দেশের বাইরেআমরা যে পরিকল্পনায় খেলছি, সেটা এ, বি যেটাই হোক কাজে লাগাতে পারছি না

তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় একটু দুশ্চিন্তা সাব্বিরের। তিনি বলেন, ম্যাচে কেন যেন হচ্ছে নাআমাদের বসতে হবেঠিক করতে হবে ভুলটা কোথায় হচ্ছেপ্ল্যান এ, বি যেটাই হোক আমরা চেষ্টা করব অনুশীলনে ঠিক করে ফেলতে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রাসেল

অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারছেন না রয়

আফগানদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পূঁজি

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে একাধিক পরিবর্তন

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ঠিক সময়ে শুরু হওয়া নিয়ে শঙ্কা