Scores

কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছেন মুস্তাফিজ

বাংলাদেশের তুলনায় আয়ারল্যান্ডের আবহাওয়া পুরোপুরি উল্টো। ভিন্ন এক কন্ডিশনে গিয়ে সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা ছিল বাংলাদেশ ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ। আয়ারল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

দেশ ছাড়ার আগে বেশ গরম হাওয়া নিয়েই আয়ারল্যান্ডের উদ্দেশে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। যেখানে দেশে ৩৫ ডিগ্রির উপরে আবহাওয়া সেখানে আয়ারল্যান্ডে মাত্র ৭-৮ ডিগ্রি। দীর্ঘদিন গরম আবহাওয়ার সাথে অভ্যস্ত হয়ে সেখানকার ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খানিকটা কষ্টই হয়েছে বাংলাদেশের। বাংলাদেশে যেমন রোদ সেখানে ঠাণ্ডা। তবে গত কয়েকদিন থেকে রোদ উঠছে।

Also Read - রঙিন পোশাক সাদমানের কাছে ‘অফ সিজনের ভাবনা’


ঠাণ্ডা বাতাসও কমছে। আয়ারল্যান্ডের আবহাওয়া যেমনই হোক সেটার আঁচ লাগতে দেয়নি পারফরম্যান্সে। বোলারদের জন্য খানিকটা অসুবিধা হলেও ব্যাটসম্যানরা বেশ সফলই। প্রথম ম্যাচে পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন মুস্তাফিজ। সেই মুস্তাফিজই দ্বিতীয় ম্যাচে দেখিয়েছেন ঝলক। হঠাৎ করে এমন কন্ডিশনে খেলা কতটা কঠিন ছিল মুস্তাফিজের জন্য?

“আমি চেষ্টা করেছি। আমাদের দেশে গরম, এখানে ঠাণ্ডা। ঠাণ্ডায় আমার কষ্ট হয় খুব। আমাদের দেশে ৩২-৩৩ ডিগ্রিতে খেলে এসেছি। এখানে ৭-৮ ডিগ্রি। একটু তো কঠিনই। আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখন গরম হচ্ছে একটু।”

অনেকদিন পর ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিজেকে যেন ফিরে পেয়েছেন এই কাটার মাস্টার। দীর্ঘদিন পর ম্যাচসেরার পুরস্কার বেশ উপভোগই করছেন এই বাঁহাতি পেস বোলার।

“ভালো লাগছে, অনেক দিন পর পেলাম ম্যান অব দা ম্যাচ। প্রথম উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলাম। আর স্লগ ওভারে তো বল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন। পরেরটা এত দেরিতে না পেলেই হয়।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

২১ বছরের অপ্রাপ্তি ঘুচেছিল অবিশ্বাস্য জয়ে

অনুশীলনে চোট পেয়েছেন মোসাদ্দেক

একই সাথে চলছে দুই দলের অনুশীলন

বিদায়ের আগে মাসাকাদজার স্মৃতিতে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’

সিপিএল খেলা হচ্ছে না আফিফের