Scores

“কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর সময় ছিল না”

বিপিএল শেষ করে অনেকটা হুড়োহুড়ি করেই বাংলাদেশ দল উড়াল দিয়েছিল নিউজিল্যান্ডে। উদ্দেশ্য স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা। টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল খেলে ওয়ানডে ও টেস্ট সিরিজের প্রস্তুতি কতটুকু হয়েছে সেই প্রশ্ন তো ছিলই, প্রশ্ন ছিল অল্প সময়ে নিউজিল্যান্ডে খাপ খাওয়ানো যাবে কি না এ নিয়েও।

“কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর সময় ছিল না”

নিউজিল্যান্ডে পা রেখেই শুরু করতে হয়েছে ওয়ানডে সিরিজ। প্রস্তুতি ম্যাচের সময় পুরো দল একসাথে হতেও পারেনি। ওয়ানডে ফরম্যাট শেষ হওয়ার পর পাল্টে ফেলতে হল পরিকল্পনা… ফরম্যাটের পরিবর্তন বলে কথা! কাকতালীয়ভাবে খানিক পাল্টে গেল নিউজিল্যান্ডের আবহাওয়াও। সব মিলিয়ে কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর সময়টুকুই বাংলাদেশ পায়নি বলা চলে।

Also Read - অভিজ্ঞতা অর্জনেই মিঠুন দেখছেন সামর্থ্যের বৃদ্ধি


ব্যাপারটি মেনে নিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের সদস্য মোহাম্মদ মিঠুন। বিশেষ করে নিউজিল্যান্ডের অভিজ্ঞ বোলারদের সামলাতে হিমশিম খাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের এই কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর যথেষ্ট সময়ও ছিল না। ওরা যেভাবে বল করছে… এমন বোলারের মুখোমুখি হতে আমরা খুব একটা অভ্যস্ত নই।’

তবে টেস্ট ক্রিকেটের এই লড়াই ইতিবাচকভাবেই দেখছেন মিঠুন। সেই সাথে জানালেন খেলোয়াড়দের ডেডিকেশনের ঘাটতি না থাকার কথাটিও।

বুধবার (১৩ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে মিঠুন জানান, ‘টেস্ট ক্রিকেটটাই এমন। টেস্ট ক্রিকেটের সাথে অন্য ফরম্যাটের পার্থক্যই এখানে যে আপনি কতটা মানসিক চাপ নিয়ে খেলতে পারেন, কতটা দৃঢ়সংকল্প নিয়ে খেলতে পারেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি, প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করে।’

‘আমরা তো ক্লাবের হয়েও খেলছি না বা পাড়ার ক্রিকেটেও খেলছি না; দেশের হয়ে খেলছি। আমাদের সর্বোচ্চ চেষ্টাই আমরা করি। তবুও প্রতিদিন তো সবাই পারে না ভালো করতে।’– বলেন তিনি।

ওয়ানডে সিরিজে ভালো করলেও টেস্ট সিরিজে এখনও বড় ইনিংস খেলতে পারেননি মিঠুন। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন… আমার ভালো করার শতভাগ কমিটমেন্ট ছিল। সবভাবেই চেষ্টা করেছি। হয়ত আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়ে তোপের মুখে লুঙ্গি

সাকিবের দুই রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

পর্ব ১ : ২২ গজ থেকে রাজনীতিতে গিয়েছেন যারা

আগামী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা