Scores

কন্যার নাম ও ছবি প্রকাশ করলেন বিজয়

গত সপ্তাহে নিজের প্রথম সন্তানের মুখ দেখেন ক্রিকেটার এনামুল হক বিজয়। এবার কন্যার নাম ও ছবি প্রকাশ করলেন তিনি। কন্যা ও স্ত্রীর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই ব্যাটসম্যান।

কন্যার নাম ও ছবি প্রকাশ করলেন বিজয়

গত ১০ মে ছিল আন্তর্জাতিক মা দিবস। মা দিবসের এই দিনে প্রথমবারের মতো মা হওয়ার সৌভাগ্য লাভ করেন বিজয়ের স্ত্রী ফারিয়া ইয়াসমিন ইরা। রাজধানীর একটি হাসপাতালে জন্মগ্রহণ করে শিশুটি। জন্মের কয়েক ঘণ্টা পরেই বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা হওয়ার খবর জানিয়েছিলেন।

Also Read - তামিমের লাইভে আসছেন আরও তিন ক্রিকেটার


মেয়ের ৫ দিনে বয়সে তার নাম ও ছবি দেখালেন বিজয়। সামাজিক যোগাযোগামাধ্যমে স্ত্রী ও মেয়ের সাথে দুইটি ছবি প্রকাশ করেন তিনি। এই ডানহাতি ব্যাটসম্যান নিজের নামের সাথে মিলিয়ে তার মেয়ের নাম রেখেছেন আলভিনা হক তোফা। আরবি শব্দ তোফা অর্থ উপহার এবং আলভিনা শব্দের অর্থ জ্ঞানী বন্ধু। বিজয়ের স্ত্রী ও কন্যা উভয়েই সুস্থ আছেন। কন্যার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

দীর্ঘ প্রায় ১০ বছরের সম্পর্কের পরে ২০১৮ সালের জুন মাসে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বিজয় ও ইরা। তারপর ২০১৯ সালে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। বাংলাদেশ ক্রিকেটারদের বিবাহের ইতিহাসে এক আলোচিত বিবাহ অনুষ্ঠান ছিল সেটা। বিসিবি সভাপতি, তারকা ক্রিকেটার, রাজনীতিবিদ কে না ছিল সেই সংবর্ধনা অনুষ্ঠানে।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে শাহরিয়ার নাফীসের সাথে যৌথভাবে বাংলাদেশের পক্ষের দ্রুততম এক হাজার রান সংগ্রাহক তিনি। ৩৫ ইনিংসে ৩টি শতক ও ৩টি অর্ধশতকে করেছেন ১০৫২ রান। টি-টোয়েন্টিতে ১৩ ইনিংসে ৩২.২৭ গড়ে করেছেন ৩৫৫ রান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আম্পায়ারকে বোকা বানিয়ে উইকেট আদায় করেছিলেন বিজয়

বিপিএলে বাড়তি লক্ষ্য বিজয়ের

বিজয়ের স্বপ্নের হিরো সাকিব

রশিদের মতো ‘বিপ্লব’ ঘটিয়েছেন মুস্তাফিজ!

সৌম্যর আরও পড়ালেখা করা উচিত : বিজয়