SCORE

সর্বশেষ

কম টেস্ট খেলা নিয়ে ওয়ালশের হতাশা

জিম্বাবুয়ে এবং নব্য স্ট্যাটাস প্রাপ্ত আয়ারল্যান্ড ও আফগানিস্তান ছাড়া অন্যান্য টেস্ট স্ট্যাটাসের অধিকারী দলগুলোর চেয়ে তুলনামূলক অনেক কম টেস্ট খেলে থাকে বাংলাদেশ। আর এর কারণেই বাংলাদেশ নিজেদের মেলে ধরতে পারছে না ঠিকভাবে। নিজের অভিমত প্রকাশের সময় এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

প্রেস কনফারেন্সে কোর্টনি ওয়ালশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে ওয়ালশ টেস্ট ফরম্যাটে বাংলাদেশের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘টেস্ট নিয়ে আমি হতাশ। অস্ট্রেলিয়াতে আমাদের একটি সিরিজ ছিল, তাও হচ্ছে না। আপনি যত খেলবেন ততই উন্নতির সুযোগ থাকবে।’

Also Read - বোর্ড চাইলে প্রধান কোচ হবেন ওয়ালশ

বিদেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গত বছরের শেষদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর অনেকগুলো মাস গত হলেও এখনও দেশের মাটি ছাড়া বিদেশের মাটিতে টেস্ট খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রবল সম্ভাবনা রয়েছে সেটি বাতিল হয়ে সীমিত ওভারের সিরিজে পরিণত হওয়ার। সব মিলিয়েই ওয়ালশের কণ্ঠে হতাশা।

তিনি বলেন, ‘বিদেশে আমাদের সর্বশেষ টেস্ট ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকায়। এই গ্যাপে আমাদের উন্নতির কোনো সুযোগ নেই। আমি বলছি না, আপনাকে খেলার জন্য লড়তে হবে। কিন্তু একজন প্লেয়ারকে কিন্তু বিচার করা হয় বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলার পরে।’

এদিকে বাংলাদেশ দলের সাম্প্রতিক অম্ল-মধুর পারফরমেন্সে সন্তুষ্ট নন ওয়ালশ। নিদাহাস ট্রফিতে প্রতিপক্ষদের কাঁপিয়ে দিলেও ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে পৃথক দুটি সিরিজে সন্তোষজনক ছিল না টাইগারদের পারফরমেন্স।

ওয়ালশের মতে, যথেষ্ট অনুশীলন আর ফিটনেস রক্ষা করে চললেই সম্ভব ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রক্ষা করা। সাংবাদিকদের তিনি বলেন, ‘আরও ভালো প্রত্যাশা করেছিলাম। কিন্তু ওরা ধারাবাহিক নয়। ওয়ানডে সিরিজের আগে ক্যাম্পে ওদের কিছুটা উন্নতি দেখেছিলাম। উন্নতি সম্ভব। যদি অনুশীলন, ফিটনেস ও ইতিবাচক ভাবনা থাকে।’

আরও পড়ুনঃ দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার আবাহনীর

Related Articles

“সিরিজটি অনেক স্মরণীয় হয়ে থাকবে”

ওয়ালশের অভিজ্ঞতা কাজে লাগাবেন পেসাররা

জ্যামাইকায়ও থাকবে সবুজ উইকেট!

মুস্তাফিজের ইনজুরি নিয়ে ওয়ালশের বক্তব্য

“আমরা এখনও শক্তিশালী দল”