Scores

করাচিতে দুইদিনের কোয়ারেন্টিনে তামিম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে করাচিতে পৌঁছেছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। মাঠে নামার আগে করাচিতে দুইদিনের কোয়ারেন্টিনে থাকবেন এই ওপেনার।পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে সকালে করাচিতে পৌঁছেছেন তামিম। সেখানে পৌঁছানোর বিষয়টি নিজেই এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন এই ওপেনার। পাকিস্তান সুপার লিগ খেলতে মঙ্গলবার দেশ ছাড়েন তামিম।

Also Read - আইপিএল : সর্বোচ্চ উইকেট রাবাদার

বুধবার সকালে করাচিতে পৌঁছান এই ক্রিকেটার। সেখানে দুইদিনের কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন নিজেই। এছাড়াও লাহোরের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন বলে জানান এই ওপেনার। তামিম বলেন,

“সকালেই করাচিতে পৌঁছেছি। আগামী দুইদিন এখানে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোভিড টেস্ট দিয়েছি, আশাকরি ইতিবাচক ফলাফল আসবে। ১৪ তারিখ লাহোর কালান্দার্সের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে আছি। শীঘ্রই দেখা হচ্ছে।”

পাকিস্তান সুপার লিগে ক্রিস লিনের বদলি লাহোর কালান্দার্সে সু্যোগ পেয়েছেন তামিম। তিনি বাদেও পিএসএলে সু্যোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে করোনা পজিটিভ হওয়ায় মুলতানের হয়ে খেলা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের।

আগামী ১৪ নভেম্বর কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও করাচি কিংস এবং রাতের ম্যাচে প্রথম এলিমিনেটরে তামিমের লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে পেশোয়ার জালমির বিপক্ষে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকতে পিএসএল শেষ না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তবে বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে পাকিস্তানে পুনরায় চালু হয়েছে ক্রিকেট। আর তাই পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলোও আয়োজন করতে চলেছে পিসিবি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

‘আমরা যেমন একজনকে খুঁজছিলাম, হাসান ঠিক তেমনই’

টাইগারদের পারফর্মে ‘৮৫’ শতাংশ খুশি তামিম

ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর দল : তামিম

তাসকিন-সাইফউদ্দিনরা সুযোগ না পেলেও ‘স্বাস্থ্যকর প্রতিযোগিতা’য় খুশি তামিম

বাংলাদেশের দাপুটে জয়; ব্যাট হাতেও সাবলীল সাকিব