করাচি টেস্টে বাবরের সেঞ্চুরি, গড়লেন একাধিক রেকর্ড
করাচিতে টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি হাঁকালেন বাবর আজম।

প্রকাশিত হয়েছে - 2022-12-26T16:22:26+06:00
আপডেট হয়েছে - 2022-12-26T16:22:26+06:00
করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এই টেস্টে রান পেয়ে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ডও।
করাচিতে-সেঞ্চুরি-করেছেন-বাবর-আজম
১৬ বছর ধরে রেকর্ডটি ছিল ব্যাটার মোহাম্মদ ইউসুফের দখলে। নিজ দলের উত্তরসূরিকে নিজের রেকর্ড ভাঙতে দেখে নিশ্চয়ই খুশি হয়েছেন পাকিস্তানের এ কিংবদন্তী ব্যাটার। মূলত ২০০৬ সালে সব ফরম্যাট মিলিয়ে ৩৩ ম্যাচে ২৪৩৫ রান করেছিলেন ইউসুফ।
যা কিনা এতদিন তাঁর অধীনেই ছিল। তবে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড নিজের দখলে নিয়েছেন বাবর। প্রথম সেশনে যখন ৫৪ রানে অপরাজিত ছিলেন তখনই ইউসুফকে ছাড়িয়ে যান বাবর।
বর্তমানে এক বর্ষপঞ্জিকায় বাবরের নামের পাশে ২৫৪৩* রান যোগ করেছেন পাকিস্তানের এ অধিনায়ক। এ বছর শুধু টেস্টেই করেছেন ১১২৯ রান। অর্ধশতক হাঁকানোর পর এক বছরে সবচেয়ে বেশি ফিফটি হাঁকানোর রেকর্ডও গড়েছেন বাবর।
২০০৫ সালে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ২৪টি ফিফটি করেছিলেন এক বছর। করাচিতে পন্টিংকে ছাড়িয়ে ২৫টি ফিফটিরও বেশি করেছেন বাবর আজম। সেই সাথে এ বছর মাত্র চার ব্যাটারই টেস্টে হাজার রান পূর্ণ করতে পেরেছেন।
তাঁর মধ্যে বাবরও একজন। বাকি তিন ব্যাটার হলেন- রুট, বেয়ারস্টো, খাওয়াজা। বর্তমানে ১২১ রান করে অপরাজিত রয়েছেন বাবর। তাঁর সামনে ম্যাথুউস, টেন্ডুলকার, দিলশ্নাক, রুট, গাঙ্গুলীকে ছাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।