Scores

করোনাকালে অবসরের ঘোষণা দিলেন দুই আম্পায়ার

করোনার প্রাদুর্ভাবে স্থবির গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের ফলে বন্ধ হয়ে আছে সকল প্রকার খেলাধুলা। দীর্ঘদিন বল গড়ায় না বাইশ গজে। সংকটপূর্ণ এই সময়ে বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটের দুই আম্পায়ার, দু’জনই অস্ট্রেলিয়ান। তারা হলেন, জন ওয়ার্ড ও সাইমন ফ্রাই।

ক্রিকেট মাঠে ‘হেলমেট আম্পায়ারের’ কথা মনে আছে নিশ্চয়? ২০১৬ সালে প্রথমবারের মত মাথায় সুরক্ষা সরঞ্জাম হেলমট পরে ম্যাচ পরিচালনা করতে নেমেছিলেন যিনি, তিনিই জন ওয়ার্ড। ওয়ার্ড হেলমেট পরে আম্পায়ারিং করতে নামতেন নিজের বাজে অভিজ্ঞতা থেকেই।

Also Read - বাংলাদেশি ব্যাটসম্যানদের ‘দুর্বলতা’ আগেই জানতেন শামি!


২০১৫ সালে দুই দেশ ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মধ্যে আম্পায়ার বিনিময়ের চুক্তির ফলে ভারতে গিয়েছিলেন ওয়ার্ড। সেই বছরের ডিসেম্বরে ভারতের রঞ্জি ট্রফির এক ম্যাচ পরিচালনা করার সময় মাথায় বলের আঘাত পান তিনি। সে যাত্রায় একটুর জন্য প্রাণে বেঁচে যান। এরপর মাথায় হেলমেট পরে আম্পায়ারিং করতে দেখা যায় তাকে। তখন থেকেই ওয়ার্ড ক্রিকেট বিশ্বে হেলমেট আম্পায়ার নামে পরিচিত।

অবশেষে নিজের আম্পায়ারিং ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন ওয়ার্ড। অবসরের আগে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১৯ মৌসুম আম্পায়ারিংয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। যেখানে ৫৭ বছর বয়সী ওয়ার্ড ৩২টি টেস্ট ম্যাচের সাথে ৮৭টি প্রথম শ্রেণীর ম্যাচ, ৮৪টি লিষ্ট-এ এবং ১১৭টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।

ওয়ার্ডের সাথে আম্পায়ার হিসেবে নিজের ক্যারিয়ারের ইতি টেনেছেন আরও এক অস্ট্রেলিয়ান। দক্ষিণ অস্ট্রেলিয়ার সাইমন ফ্রাই অবসরের আগে প্রায় ২০ মৌসুম আম্পায়ারিং করেছেন। ৫৩ বছর বয়সে বিদায় বলার আগে ৭টি টেস্ট ম্যাচের সাথে পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে ৭৬টি ওয়ানডে ও ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ১০০টি প্রথম শ্রেণির এবং ১৩০টি লিস্ট-এ ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন। চারবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সেরা আম্পায়ারের পুরস্কারও জিতেছেন ফ্রাই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটকে বিদায় বলছেন মোহাম্মদ শরীফ

বিসিবির কাছে দুই মাস সময় চেয়েছেন মাশরাফি

আমলার অবসর নিয়ে টুইটার প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আমলা

অবসরের ঘোষণা দিলেন মালিঙ্গা