Scores

করোনার সমাপ্তি নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী

করোনার প্রকোপে টালমাটাল উপমহাদেশ। অনেক দেশে ক্রিকেট ফেরানোর প্রক্রিয়া শুরু করলেও ভারত, বাংলাদেশের মত দেশে ভাইরাসের বিস্তারের উচ্চহারের কারণে ক্রিকেট সংশ্লিষ্ট সবার সময় কাটছে ঘরে। তবে বিসিসিআইয়ের সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ভবিষ্যদ্বাণী, এ বছরই মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরবে।

ভয় আর বিষণ্ণতায় দিন কাটছে সৌরভের

সৌরভ বলেন, ‘আমার মনে আগামী ৩-৪ মাস একটু কঠিন যাবে, আমাদের এটা মানিয়ে নিতে হবে। বছরের শেষদিকে অথবা নতুন বছরের শুরুতেই আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরবো।’

Also Read - সিপিএলের ড্রাফট শেষে কে কোন দলে


সৌরভ মনে করেন, সংক্রমণের হার বাড়তে বাড়তেই একসময় মিলিয়ে যাবে করোনা। তবে প্রতিষেধকের দিকেও তীক্ষ্ণ নজর ‘কলকাতার দাদা’র। তিনি মনে করছেন, প্রতিষেধক, টিকা বা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

মায়াঙ্ক আগারওয়ালের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ আলাপচারিতায় সৌরভ বলেন, ‘আমি ভ্যাকসিন আবিস্কারের জন্য অপেক্ষা করবো। তার আগপর্যন্ত আমাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা জানি কী হচ্ছে আর আমাদের এই সময়টায় অসুস্থ হওয়া যাবে না।’


করোনার প্রকট প্রভাব পড়েছে ক্রিকেটেও। পেসাররা লালা বা থুতু ব্যবহার করে বলে চাকচিক্য এনে পুরনো বল থেকে সুবিধা আদায় করেন। করোনার কারণে সেই লালা ব্যবহারে এসেছে নিষেধাজ্ঞা।

সৌরভ বলেন, ‘লালা বা থুতুর ব্যবহার একটি বড় ইস্যু। তবে একবার যদি ভ্যাকসিন চলে আসে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, করোনা হয়ে যাবে অন্যান্য সাধারণ অসুস্থতার মত।’

ভারতে গত মার্চ থেকে সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) আয়োজন করতে পারেনি বিসিসিআই।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চলতি মাসেই শুরু নতুন অনূর্ধ্ব-১৯ দল গঠনের কার্যক্রম

করোনা পরীক্ষায় নেগেটিভ সিপিএলের সব সদস্য

আইপিএলে ফিজিও-ট্রেনারের গায়ে থাকবে পিপিই

লারার করোনা নিয়ে গুজব

ঝুঁকিমুক্ত দেশে সিরিজ খেলতে চায় বিসিবি