Scores

করোনায় আক্রান্ত আকরাম খান

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ছোঁয়াচে এই ভাইরাসের প্রকোপে দেশজুড়ে বিরাজ করছে আতঙ্ক। সর্বোচ্চ সতর্কতার পরও ক্রিকেট অঙ্গনও রেহাই পাচ্ছে না করোনা থেকে।

বাংলাদেশ ক্রিকেট ও একজন আকরাম খান
করোনাকালের শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছিলেন আকরাম, তবু আক্রান্ত হলেন করোনায়। ফাইল ছবি

বেশ কয়েকজন ক্রিকেটার ও ক্রিকেট কর্তা ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। করোনার প্রথম ঢেউ ভালোভাবেই সামলেছিলেন, তবে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম, ছিল গলাব্যথা আর খুশখুশে কাশিও। সতর্কতার অংশ হিসেবে শুক্রবার (৯ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সেই ফলাফল এসেছে ‘পজিটিভ’।

Also Read - আবারও স্থগিত হয়ে গেল পাকিস্তানের টি-২০ সিরিজ


বর্তমানে নিজের বাসায় আছেন আকরাম। আইসোলেশনে থেকে ঘরোয়া চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে।

করোনা আক্রান্ত হওয়ার আগে স্বাভাবিকভাবেই নিজের দায়িত্ব পালন করছিলেন আকরাম। যাতায়াত ছিল ক্রিকেট আঙিনায়। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফর ও আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ব্যস্ত সময় পার করতে হচ্ছে ক্রিকেট অপারেশন্স বিভাগকে। মহামারীর শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছিলেন বোর্ডের কর্মকর্তারা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছিল ক্রিকেটীয় কার্যক্রমও। তারপরও আকরামের করোনা আক্রান্তের খবরে উদ্বেগ জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

Related Articles

নিউজিল্যান্ডের আগেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আকরাম খান

হাসপাতালে ভর্তি আকরাম খান

যা লেখা ছিল সাকিবের সেই চিঠিতে

সাকিবকে আইপিএলের এনওসি দেওয়ার বিষয়ে নতুন করে ভাবছে বিসিবি