Scores

করোনায় কপাল পুড়ছে ভেট্টোরির!

করোনাভাইরাসের কারণে কপাল পুড়েছে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির। ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকাকালীন সময়ে কোনো পারিশ্রমিক পাচ্ছেন না তিনি। 

করোনায় কপাল পুড়ছে ভেট্টোরির!

অন্য কোচদের সাথে বিসিবির চুক্তি যেমন, ভেট্টোরির ক্ষেত্রে তা একটু ভিন্ন। সাবেক কিউই অধিনায়কের সাথে বাংলাদেশের চুক্তি ১০০ দিনের। ১০০ দিন জাতীয় দলের সাথে কাজ করার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবেন, কিন্তু কাজ না করলে কোনো বেতন পাওয়ার সুযোগ নেই।

Also Read - স্থায়ীভাবে প্রোটিয়াদের গুরুদায়িত্ব পেলেন স্মিথচুক্তিতে স্পষ্ট করে উল্লেখ থাকা এই বিষয়টিই বিসিবির কাছ থেকে ভেট্টোরির উপার্জন বন্ধ রেখেছে। কোচিং স্টাফের অন্য সদস্যরা নিয়মিত মাসিক পারিশ্রমিক পেয়ে গেলেও করোনাভাইরাসের কারণে যতদিন খেলাধুলা বা অনুশীলন বন্ধ থাকবে, ভেট্টোরি ততদিন পারিশ্রমিক পাবেন না!

এর কারণ- ভেট্টোরির সাথে চুক্তিই ছিল এমন, কাজ না করলে পাবেন না কোনো পারিশ্রমিকও। তাই অন্যরা যখন দায়িত্ব পালনের সময়ে কাজ না করেও টাকা পাচ্ছেন, তখন কোনো পারিশ্রমিক পাচ্ছেন না স্পিন বোলিং কোচের গুরুদায়িত্ব পালন করা ভেট্টোরি।

এ বিষয়ে বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক জালাল ইউনুস অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজকে বলেন, ‘আসলে ভেট্টোরির সাথে আমাদের চুক্তি হচ্ছে কাজের। এ কিউই স্পিন কোচের চুক্তিতে বছরে আমাদের জাতীয় দলের সাথে ১০০ দিন কাজ করার কথা বলা আছে। এজন্য তাকে কার্যদিবস প্রতি মোটা অংকের পারিশ্রমিক দেয়া হয়। এখন তিনি যতদিন কাজ করবেন, ততদিনের বেতনই পাবেন। তবে জাতীয় দলের বাকি সব ভিনদেশী কোচিং স্টাফের জন্য কিন্তু এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের সাথে চুক্তি হয়েছে মাসিক হিসেবে। তারা মাসে মাসে বেতন পাবেন।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

করোনায় আক্রান্ত মোশাররফ রুবেল, আইসিইউতে বাবা

আইপিএল: যেখানে নিয়মের বেড়াজালে আবদ্ধ ক্রিকেট!

নতুন নিয়মে বিপাকে আইপিএলের তিন দল

শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ভালো প্রস্তুতির প্রত্যাশা অধিনায়কের

সবকিছু নতুন নতুন লাগছে : মুমিনুল