Scores

করোনায় প্রাণ হারালেন পাকিস্তানি ক্রিকেটার

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো ছোঁয়াচে করোনাভাইরাসে মারা গেছেন পাকিস্তানের ক্রিকেট ব্যক্তিত্ব রিয়াজ শেখ। ঘরোয়া ক্রিকেট মাতানো সাবেক এই খেলোয়াড় ৫১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

রিয়াজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও খ্যাতিমান উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ। ১৯৮৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন রিয়াজ।

Also Read - ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ


৪৩টি প্রথম শ্রেণির ম্যাচের পাশাপাশি ২৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা রিয়াজ পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই শোক প্রকাশ করেছেন। রশিদ লতিফসহ অনেকেই সদ্য প্রয়াত এই ক্রিকেটারের বিদায়ে শোক জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

খেলা ছাড়ার পর রিয়াজ শেখ কোচের ভূমিকায় অবতীর্ণ হন। মঈন খান অ্যাকাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।


প্রসঙ্গত, এ নিয়ে দুই জন পাকিস্তানি ক্রিকেটার করোনাভাইরাসে মৃত্যুবরণ করলেন। এর আগে ৫০ বছর বয়সী জাফর সরফরাজ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন। খেলোয়াড়ি জীবনে তিনিও ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার।

পাকিস্তানে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। এখন পর্যন্ত দেশটিতে ৮০ হাজার লোক এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আগামী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

হোল্ডারের বোলিং তোপে গুড়িয়ে গেল ইংলিশরা

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা, নেই স্টোকস-বাটলার

অবসরে যাচ্ছেন না ধোনি, করছেন কঠোর পরিশ্রম

এশিয়া কাপের ভাগ্য চূড়ান্ত করল এসিসি