
করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে সাকিব আল হাসানের ফলাফল। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে অংশ নিতে কোনো বাধা নেই সাকিবের। বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দলীয় বলয় ছেড়ে বের হয়েছিলেন তিনি। এ কারণে অংশ নিতে পারেননি ফাইনালের ফটোসেশনে। যদিও দল থেকে দেখানো হয়েছিল অন্য ‘কারণ’।

বিপিএলের আগে বাংলাদেশে সব আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। তবে বিপিএলে সেই আলোচিত বায়োবাবল বা ‘জৈব সুরক্ষা বলয়ে’র বলয় থেকে বের হয়ে এসেছে বিসিবি। এবার অনুসরণ করা হচ্ছে অলিম্পিকের সুরক্ষা নীতি।
সেই সুরক্ষা নীতির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার বা দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি দলীয় বলয়ের বাইরে বের হলে আবার প্রবেশের সময় করোনা পরীক্ষা করাতে হবে। করোনা নেগেটিভ হলে দলের সাথে যোগ দেওয়া যাবে।
এরই ধারাবাহিকতায় সাকিব বিজ্ঞাপনের কাজ শেষ করে করোনা পরীক্ষা করান। সেই করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে, অর্থাৎ সাকিব করোনামুক্ত।
অষ্টম বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। দুইবারের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল। প্রথমবারের মত অংশ নেওয়া ফরচুন বরিশাল প্রথম বিপিএলেই শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে। দলটির নেতৃত্বে আছেন সাকিব আল হাসান।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। টিভি পর্দা ছাড়াও অনলাইনে ম্যাচটি দেখা যাবে র্যাবিটহোলে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।