Scores

করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ স্যাম কারান

তরুণ ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের দেহে করোনার উপস্থিতি মেলেনি। ২২ বছর বয়সী এই ক্রিকেটার শারীরিক অসুস্থ হলে তিনি করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছিল। তবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনার উপস্থিতি মেলেনি।

করোনা পরীক্ষায় 'নেগেটিভ' স্যাম কারানআর এক সপ্তাহের মধ্যে মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের এই তিন ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ইংলিশ ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচে খেলা অবস্থায়ই অসুস্থ হয়ে পড়েন কারান।

Also Read - মুছে গেল সেই ফাইনালের ফিক্সিংয়ের অপবাদ

ডায়রিয়ার সমস্যা দেখা দিলে কারানকে নিয়ে সন্দেহ জাগে। করোনা আক্রান্তদের অনেকের মাঝেই লক্ষণ বা উপসর্গ হিসেবে ডায়রিয়া দেখা যাচ্ছে। কারান তাই দ্রুত নিজেকে বিচ্ছিন্ন করেন বা আইসোলেটেড হন।

এরপর এই ইংলিশ ক্রিকেটারের নমুনা পরীক্ষা করা হয়। তবে নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ, তার দেহে করোনার উপস্থিতি নেই। তাই সাময়িক অসুস্থতা কাটিয়ে ক্রিকেটে ফিরতেও নেই কোনো বাধা।


ইংলিশদের তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ১৫ রান করে অপরাজিত ছিলেন স্যাম কারান। কিন্তু অসুস্থতার কারণে এই ম্যাচে আর খেলা হচ্ছে না তার। করোনার মত জটিল অসুখ না থাকায় শীঘ্রই অবশ্য মাঠে ফিরতে পারবেন। ডায়রিয়াজনিত অসুস্থতা দূর হলে মাঠে ফেরা বা অন্যান্য ক্রিকেটারের সাথে মেলামেশায় কোনো অসুবিধা থাকবে না তার।

৮ জুলাই থেকে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজ। তার আগে ৩০ সদস্যের দল নিয়ে প্রস্তুতি ক্যাম্প করেছে ইংল্যান্ড, যে সদস্যরা এখন লড়ছেন প্রস্তুতি ম্যাচে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে এশিয়া কাপ খেলবে ভারত

সিমন্সের চাওয়া এবার যেন বাছাইপর্ব খেলতে না হয় পোলার্ডদের

হেসেখেলে লঙ্কানদের হারিয়ে ইংল্যান্ডের রেকর্ড

দুর্দান্ত অভিষেকের পরও অসন্তুষ্ট সুন্দরের বাবা

ভারতে বসে পাকিস্তানে ‘অফিস’ করছেন দক্ষিণ আফ্রিকার অ্যানালিস্ট