Scores

ক’রোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ মিঠুন-গিবসন

প্রথম দফার তৃতীয় দিনে গতকাল (৯ সেপ্টেম্বর) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। আজ (১০ সেপ্টেম্বর) তার ফল হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে পরীক্ষায় উতরে গেছেন দুজনই।

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বেশ সাবধানী বিসিবি। বাড়রি সতর্কতার জন্য জাতীয় দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

Also Read - বিশ হাজারেরও বেশি ক’রোনা টেস্ট করার পরিকল্পনা আইপিএলে!


এই পরীক্ষার জন্য গত ৭ সেপ্টেম্বর মোট ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষার ফল হাতে এলে জানা যায়, ১ জন ক্রিকেটার (ওপেনার সাইফ হাসান) ও ১ জন সাপোর্ট স্টাফ (ট্রেনার নিকোলাস ট্রেভর লি) কোভিড-১৯ আক্রান্ত।

এরপর ৮ সেপ্টেম্বর ৮ জন সাপোর্ট স্টাফের নমুনা সংগ্রহ করা হয়। তাদের নমুনা পরীক্ষার ফল পাওয়া যায় বুধবার (৯ সেপ্টেম্বর)। প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে সবারই ‘নেগেটিভ’ সনদ এসেছে।

প্রথম দফা করোনার পরীক্ষার নমুনা সংগ্রহের তৃতীয় দিনে বুধবার নমুনা দিয়েছিলেন মিঠুন ও গিবসন। আজ তাদের পরীক্ষার ফল হাতে পেয়েছে টাইগার বোর্ড। যেখানে সফলভাবে উতরে গেছেন বোলিং কোচ গিবসন ও ব্যাটসম্যান মিঠুন।

এ প্রসঙ্গে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘গতকাল যে দুজন নমুনা দিয়েছিলেন; মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসন, ওনাদের দুজনেরউ নেগেটিভ এসেছে। এর ফলে আমাদের মোট করোনা পজেটিভের সংখ্যা রইলো দুজন। তারা হলেন সাইফ হাসান ও ট্রেনার নিক লি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সাদা বলে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজ : গিবসন

শ্রীলঙ্কা সিরিজে ছুটিতে থাকবেন গিবসন

গিবসনের সাথে দেশি কোচদের পার্থক্য দেখেন না হাসান

সামনের ম্যাচগুলোতে আরও ‘ইনসুইং’ করতে দেখা যাবে মুস্তাফিজকে : গিবসন

হাসানের পারফরম্যান্সে অবাক হননি গিবসন