Scores

করোনা পরীক্ষা করিয়ে পুরস্কার দিতে এসেছিলেন পাপন

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল খেলা। হলো না বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরও। চ্যালেঞ্জটা নিয়ে নিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। জৈব-সুরক্ষা বলয় তৈরি করে আয়োজন করলেন তিন দলের একটি টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট শেষেও ঝুঁকি নেননি পাপন, নিজেও করিয়েছেন করোনা পরীক্ষা।

কোভিড-১৯ এর পর মাঠে ফিরে খেলোয়াড়দের বসিয়ে রাখতে চায়নি বিসিবি। এজন্য আয়োজন করে ত্রিদলীয় ৫০ ওভারের একটি ক্রিকেট টুর্নামেন্ট। এতে সফলই বলতে হবে টাইগার বোর্ডকে। প্রায় ৫০ জনের মত ক্রিকেটার আর সাপোর্ট স্টাফের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে বিসিবি।

Also Read - "মন খারাপ, পুরো একটা সিরিজ খারাপ গেল"


ক্রিকেটারদের ঝুঁকি মুক্ত রেখেই রোববার হয়ে গেল টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল দুই দল নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। সেই ম্যাচের পরেই অবশ্য জৈব সুরক্ষা বলয়ের বাইরে যাওয়ার সুযোগ পেয়েছেন খেলোয়াড়রা। মুক্তি মিলেছে দীর্ঘদিনের হোটেলবন্দি জীবনের।

এই টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। যদিও প্রেসিডেন্টস কাপের ফাইনালের পর জৈব-সুরক্ষা বলয় ভেঙে ছুটিতে যাবেন খেলোয়াড়রা, তবুও ঝুঁকি নেননি পাপন। নিজে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ হাতে পাওয়ার পরেই ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

২৫ অক্টোবর ফাইনাল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আজকেই (রোববার) করোনা পরীক্ষা করিয়ে এসেছি। এখানে তো খেলা শুরু হয়েছে দেড়টায়। ওরা বললো যে আমাকে নাকি মাঠের ভেতরে গিয়ে ওদের ট্রফি দিতে হবে। তখন বললাম আমি জৈব সুরক্ষিত পরিবেশ ভেঙ্গে ওদের সামনে যাব! তাইলে আমার তো পরীক্ষা করতে হবে।’

‘সকাল বেলা পরীক্ষা করিয়েছি। বিকেল ৫টা ২০ এ ফলাফল পেয়েছি, নেগেটিভ। তারপর এখানে রওনা দিলাম। কারণ, এটা তো আমার দায়িত্ব। আমার মাধ্যমে কেউ অসুস্থ হোক এটা তো আমি চাই না।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

‘২২ বার’ করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ গাঙ্গুলি!

অধিনায়কত্বের চাপ আপনাদের বানানো

মিরপুরে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখছে বিসিবি

করোনা আক্রান্ত ১ প্রোটিয়া ক্রিকেটার, আইসোলেশনে ৩ জন

করোনা বদলে দিয়েছে টাইগার ক্রিকেটারদের