
করোনার ধাক্কা লেগেছে ক্রিকেটে। যার আঁচ এসে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। এই ভাইরাসের কারণে মোটা অঙ্কের মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবুও করোনাকালের আইপিএলেকে ইতিবাচক বলছেন বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অজিত সিং।
আইপিএল মানেই যেন রমরমা অবস্থা। মোটা টাকার ঝনঝনানি। ফ্র্যাঞ্চাইজি থেকে বোর্ড, এমনকি বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররাও সারা বছর অপেক্ষায় থাকেন আইপিএলের জন্য। কিন্তু করোনা ভাইরাস এবারের আইপিএল শঙ্কায় ফেলে দিয়েছিল। গত ২৯ মার্চ চলতি মৌসুম মাঠে গড়ানোর কথা থাকলেও শেষপর্যন্ত তা আর সম্ভব হয়নি।
এরপর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আলোর মুখ দেখতে চলেছে আইপিএল। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট। ৫৩ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ নভেম্বর।
তবে করোনার কারণে একে তো দেশের বাইরে নিতে হচ্ছে টুর্নামেন্ট, যার জন্য মোটা টাকা ব্যয় হচ্ছে। তার উপর টাইটেল স্পন্সর সহ একাধিক স্পন্সর সরে যাওয়ায় মুনাফার অঙ্ক কমে এসেছে বিসিসিআইয়ের।
আইপিএল নিয়ে যেমন ফ্র্যাঞ্চাইজি থেকে বোর্ড এমনকি তারকা ক্রিকেটাররা অপেক্ষায় থাকেন। ঠিক তেমনই অপেক্ষার প্রহর গোনেন বাজিকররা। তবে আর্থিকভাবে ক্ষতি হলেও করোনার কারণে মাঠে বায়ো বাবল বলয় থাকার ফলে বাজিকরদের খেলোয়াড়দের থেকে দূরে রাখবে বলে মনে করেন অজিত।
বার্তা সংস্থা রয়টার্সকে অজিত জানান, ‘এবারের আইপিএলে বায়ো-বাবল নিরাপত্তায় অনুষ্ঠিত হবে। এই কারণে পার্থক্যটা ধরা পড়বে। ক্রিকেটাররা বাইরের কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। ফলে ম্যাচ পাতানো নিয়ন্ত্রণ করাও তুলনামূলক সহজ হবে।’
এক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগের রাস্তা খোলা থাকলেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান বিসিসিআইয়ের এসিইউ প্রধান, ‘আরেকটি প্রক্রিয়া আছে, সেটা হলো সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যম। এর মাধ্যমে লোকে যোগাযোগ করবে। এটা নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের।’
‘লোকে কিন্তু খোলা মনেও যোগাযোগের চেষ্টা করবে। তবে বন্ধুত্ব কিংবা ভক্ত হওয়ার আড়ালে আরও অনেক কিছুই উদঘাটন হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করতে খুব বেশি লোকের দরকার নেই। আমরা পেশাদারদের সাহায্যই নেব।’– সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।