Scores

কলম্বোতে হাথুরুসিংহের পরামর্শ নিচ্ছেন তামিম ইকবাল

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যাট হাতেও ধারাবাহিকভাবে খারাপ সময় কাটছে নতুন ওডিআই অধিনায়ক তামিম ইকবালের। তাইতো বাংলাদেশের সাবেক কোচ ও চলমান সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে পরামর্শ নিতে দেখা গেল তামিমকে।

কলম্বোতে হাথুরুসিংহের পরামর্শ নিচ্ছেন তামিম।

টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহের সাথে বেশ কয়েকজন ক্রিকেটারের সম্পর্ক ভালো ছিল না বলে শোনা গিয়েছিল তিনি বাংলাদেশে থাকাকালীনই। তবে উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের সাথে তার সুসম্পর্কও অজানা ছিল না। এখন প্রতিপক্ষ দলের কোচ হলেও তার কাছেই পরামর্শ নিতে ছুটে যাওয়া দেখে সেটা আরও একবার প্রমাণ হল।

Also Read - 'ক্লান্তি'র প্রভাব ফর্মে নেই, মনে করেন সৌম্য


শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলার জন্য কলম্বোর হোটেল তাজে অবস্থান করছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানেই আজ বিডিক্রিকটাইম‘এর ক্যামেরায় ধরা পড়েন তামিম ও হাথুরুসিংহে। যেখানে সাবেক কোচের সাথে কথা বলার সময়ও তামিমের চোখে মুখে দেখা যায় হতাশার ছাপ। ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে কতটা মরিয়া তিনি তার প্রমাণ যেন এটাই!

এই বছরটা ভালো কাটছে না তামিমের। ২০১৯ সালে এখন পর্যন্ত ১৭টি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই ইনিংস উদ্বোধন করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৭ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪৪০ রান। গড় মাত্র ২৫.৮৮, যা তামিমের নামের সাথে একদমই বেমানান।

সর্বশেষ ১৭ ইনিংসের কোনোটিতেই তিন অঙ্ক ছুঁতে পারেননি। অর্ধশতক করেছেন ৩টি। ইনিংস সর্বোচ্চ রান ৮০। এখানেও আবার অভিযোগ আছে অতি ধীর গতির ইনিংস খেলার জন্য।

সর্বশেষ ৬ ম্যাচেই বোল্ড আউট হয়েছেন তামিম। যা কিনা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের টানা বোল্ড আউট হওয়ার লজ্জার রেকর্ড। দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যানের আউট হওয়ার ধরণগুলোও ছিল দৃষ্টিকটু।

নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও সফল হতে পারছেন না। টানা এমন ব্যর্থতা হতাশ তামিমও। ইংল্যান্ডেই থাকতেই জানিয়েছিলেন, ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি বলেছেন তার কৌশলে খুব একটা ত্রুটি নেই। তাইতো এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার উপদেশ নিতে সাবেক গুরু হাথুরুর কাছেই ছুটে গেলেন তামিম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ক্ষতিপূরণ হিসেবে পাঁচ মিলিয়ন দাবি হাথুরুসিংহের!

হাথুরুসিংহে যুগের অবসান, শ্রীলঙ্কার নতুন কোচ নিয়োগ

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

হাথুরুসিংহে নন, দৌড়ে এগিয়ে মাইক হেসন!

ঈদের আগেই সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহে