
বাংলাদেশের চাওয়া মতো টেস্ট সিরিজই প্রথমে খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। এবার চূড়ান্ত সূচিও প্রকাশ করল বিসিবি। ২ মার্চ টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৫ মার্চ এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৪ এপ্রিল।

৭ মার্চ শুরু হবে প্রথম টেস্ট, গলে। কলম্বোতে ১৫ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। এই ১৫ তারিখটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বড় হরফেই লেখা থাকবে। কারণ কলম্বো টেস্টে ইতিহাসের একশতম টেস্ট খেলবে বাংলাদেশ দল। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর টাইগারদের টেস্ট যাত্রা শুরু হয়েছিল। ১৬ বছরের মাথায় ১০০তম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবার পরে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকরা।
এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি শুরু হওয়ার কথা ২৪ ফেব্রুয়ারি। ২০ অথবা ২১ তারিখে দল ঘোষণা করা হবে বলে জানাচ্ছে বিসিবির একটি সূত্র।
২ দিনের প্রস্তুতি ম্যাচ: ২ থেকে ৩ মার্চ
প্রথম ম্যাচ- ৭ থেকে ১১ মার্চ (গল)
দ্বিতীয় ম্যাচ- ১৫ থেকে ১৯ মার্চ (পি সারা)
প্রস্তুতি ম্যাচ- ২২ মার্চ, কলম্বো
প্রথম ওয়ানডে ম্যাচ- ২৫ মার্চ (ডামবুলা)
দ্বিতীয় ওয়ানডে ম্যাচ- ২৮ মার্চ (ডামবুলা)
তৃতীয় ওয়ানডে- ১ এপ্রিল (এসএসসি)
প্রথম ম্যাচ- ৪ এপ্রিল (প্রেমাদাসা)
দ্বিতীয় ম্যাচ- ৬ এপ্রিল (প্রেমাদাসা)
আরও দেখুন- পিএসএলে তামিম ইকবালের দুর্দান্ত ফিফটি।
- মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাই্ম