‘কাউকে তাড়াতাড়ি হিরো বা ভিলেন বানাইয়েন না’
কাউকে দ্রুত হিরো না বানানোর অনুরোধ সালাউদ্দিনের।

‘কাউকে তাড়াতাড়ি হিরো বা ভিলেন বানাইয়েন না’
প্রকাশিত হয়েছে - 2024-11-10T17:10:38+06:00
আপডেট হয়েছে - 2024-11-10T17:10:38+06:00
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন দেশের নামী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের অনেক ক্রিকেটারকে গড়ে তোলার কারিগর সালাউদ্দিন। লম্বা সময় দেশের ক্রিকেটে কোচিং করানোর কারণে ক্রিকেটারদের সাথে চেনা-জানা, সখ্যতা সবই ভালো আছে সালাউদ্দিনের। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
মোহাম্মদ সালাউদ্দিন।
বিপিএলের সর্বশেষ আসরে জাকের আলী অনিককে নিয়ে
সালাউদ্দিনের বলা কথা বেশ ভাইরাল হয়েছিল। বিপিএলে ভালো করে জাকের জাতীয় দলেও চলে
আসেন। এখনও পর্যন্ত ভালো-মন্দের মিশেলেই কাটছে সময়। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে
ম্যাচে ২৭ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয়ে রেখেছেন বড় অবদান।
তবে তরুণ ক্রিকেটাদের নিয়ে কাজ করার ব্যাপারে গণমাধ্যমকর্মীদের আরও সতর্ক হওয়ার আহ্বান সালাউদ্দিনের। মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাউদ্দিন বলেন, ‘দেখুন, আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আপনারা কেউ কাউকে তাড়াতাড়ি হিরো বানাইয়েন না, কাউকে তাড়াতাড়ি ভিলেন বানাইয়েন না। যখন একটা ছেলে আসে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে, অনেক পারফর্ম করেই কিন্তু দলে আসে। সে অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকের হয়ত সময় লেগে যায় সফল হতে। আবার অনেকেই হয়ত এসেই সফল হয়ে যায়। তখন কিন্তু আপনারা হিরো বানিয়ে ফেলেন তারপরে দেখেন ২ ম্যাচে রান করেনি তখন আবার ভিলেন বানিয়ে ফেলেন।’
সালাউদ্দিন আরও বলেন, ‘আমার মনে হয় এখানে আপনাদের একটা বড় ভূমিকা আছে। খুব তাড়াতাড়ি কাউকে হিরো বানাইয়েন না, তাড়াতাড়ি কাউকে জিরো বানাইয়েন না। ছেলেদেরকে একটু সময় দেন, বিশেষ করে নতুন খেলোয়াড় যারা আছে তাদেরকে একটু সময় দেন। তখন তাদের জন্য সুবিধা হবে। কারণ অনেক সময় চাপ বিশেষ করে মিডিয়ার চাপ সামলাতে পারে না। অনেকে পারে আবার অনেকে পারে না। সবাই তো একই রকম মানসিকতা নিয়ে গড়ে উঠেনি।’
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজে বর্তমানে ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে আগামী ১১ নভেম্বর।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।