Scores

কাউকে প্রমাণ করতে ক্রিকেট খেলিনি : মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আদৌ মাশরাফি মুর্তজাকে দলে রাখা হবে কি না সেটি বড় একটি প্রশ্ন। তবে এসব সিদ্ধান্ত বোর্ড ও টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। কাউকে প্রমাণের কিছু দেখছেন না তিনি।

বাংলাদেশ জাতীয় দলে নিজের বিদায় ঘণ্টা হয়ত বেজেই গেছে দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজার। সেটি হয়ত তিনিও নিজেও বেশ ভালোভাবে জানেন। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বিপিএলে মিডিয়ার সামনে এসেছিলেন তিনি। বিপিএল বাদে পুরোদমে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। কয়দিন আগেই পাপন জানিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর পারফর্ম করেই দলে ঢুকতে হবে মাশরাফিকে।

Also Read - জিম্বাবুয়ের কাছে হারলে অনেক বেশি সমালোচনা হবে: মাশরাফি


শুধু পারফর্ম নয় ফিটনেস টেস্টও দিতে হবে তাকে। তবে সবকিছু নির্ভর করছে এই সিরিজের উপর। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে নিজেকে প্রমাণের চেষ্টা করবেন সেটি তো এক প্রকার নিশ্চিত। তবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি মনে করছেন এতদিন কাউকে প্রমাণ করতে ক্রিকেট খেলেননি।

“দলে থাকা না থাকা আমার ভাবনার জায়গা না, এটা বোর্ড-ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। নতুন করে প্রমাণের কিছু নেই। আমি তো গ্যারান্টি দিতে পারব না আমি ভালো করবই এখন। একটা গ্যারান্টি দেওয়া যায়- আমি শতভাগ চেষ্টা করব। সেই জায়গাগুলো প্রশ্নবিদ্ধি থাকলে খেলোয়াড়ের অনেক কিছু পরিবর্তন করার আছে। কিন্তু পৃথিবীর কোনো ক্রিকেটারই ভালো খেলার নিশ্চয়তা দিতে পারবে না। আগেও বলেছি- এতদিন কাউকে প্রমাণ করতে ক্রিকেট খেলেনি।”

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমলোচনা হয়েছিল মাশরাফির। এমনকি অনেকেই তো দাবি করেছিলেন ক্রিকেট থেকে অবসর নিতে। আজ সংবাদ সম্মেলনে সেই প্রশ্নই ছুড়ে গেলো মাশরাফির দিকে। তিনি বলেন কোন কিছু প্রমাণের জন্য নয়, দলকে জেতানোই তার প্রধান দায়িত্ব।

“সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রশ্ন আমাকে করে লাভ নেই, আপনার মনের প্রশ্নই করেন। আপনার যদি মনে হয় আমাকে প্রমাণ করতে হবে… আমি তো নিজেকে প্রমাণের জন্য ক্রিকেট খেলছি না। বাংলাদেশ দলের হয়ে খেলছি, বাংলাদেশ দলকে জেতানো আমাদের দায়িত্ব, সেরাটা দেওয়া দায়িত্ব। সবসময় চেষ্টা করি। গ্যারান্টি কোনো খেলোয়াড়ই দিতে পারে না।”

দেখুন মাশরাফির সংবাদ সম্মেলনটি-

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৪৫ ক্রিকেটারকে নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

রফিককে ভারতে থেকে যেতে বলেছিলেন সৌরভ

‘৫০ হাজার টাকায় তো আমার পোষাবে না’, সুজনের দাবি প্রসঙ্গে রফিক

সাকিবই বিশ্বের এক নম্বর স্পিনার : রফিক

সিরিজ সেরার পুরস্কার সবাইকে ভাগ করে দিতেন রফিক