Scores

কাউন্টিতে খেলতে চান মুমিনুল

লঙ্গার ভার্শনকে বলা হয় ধ্রুপদী ক্রিকেট। আর সেই ধ্রুপদী ক্রিকেটের পসরা সাজিয়ে বসে কাউন্টি। ইংলিশ কাউন্টি দলগুলোর অভিজাত লড়াই উপভোগ করেন না, এমন টেস্ট ক্রিকেটপ্রেমি পাওয়া ভার। স্বভাবতই, বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক কাউন্টিতে খেলতে চান।

মুমিনুল

সম্প্রতি বিডিক্রিকটাইম এর সাথে লাইভ আড্ডায় যুক্ত হয়েছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেখানে তিনি ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন। এছাড়া টেস্টে দলের ভবিষ্যৎ, লক্ষ্য ও প্রত্যয়ও জানিয়েছেন দীর্ঘ আলাপনে।

Also Read - ভারতের ভক্ত মুমিনুল, হোয়াইটওয়াশ করতে চান পাকিস্তানকে


মুমিনুল জানান, টেস্টেও ওয়ানডের মত মূল্যায়ন অর্জন করাই এই মুহূর্তে তার লক্ষ্য। একদিনের ক্রিকেটে বাংলাদেশ এখন বড় দলগুলোর একটি। অথচ সবচেয়ে মর্যাদার টেস্ট ফরম্যাটেই ঘুরে দাঁড়ানো হয়নি এখনো।

মুমিনুল বলেন, ‘সব অধিনায়কই তো দলকে ভালো পর্যায়ে নিয়ে যেতে চায়। আমি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মূল্যায়ন ফিরিয়ে আনতে চাই। সেজন্য ভালো খেলতে হবে, অনেক টেস্ট ম্যাচ জিততে হবে, ড্র করতে হবে। দেশে-বিদেশে সিরিজ জিততে হবে।’


বড় দলের বিপক্ষে বেশি টেস্ট খেলার তাগিদ দিয়ে মুমিনুল আরও জানান, ‘বিদেশে তো আমরা এক বা দুইটা টেস্ট সিরিজ জিতেছি। বিদেশে সিরিজ জয়ের হার বাড়াতে হবে। এজন্য বড় বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা প্রয়োজন। তাহলে ওয়ানডের মত টেস্টেও বাংলাদেশের মূল্যায়ন বাড়বে। নতুন প্রজন্ম যেন টেস্ট ক্রিকেটেও আগ্রহী হয়। এটাই আমার লক্ষ্য।’

সব ফরম্যাটে খেলা হলেও মুমিনুলের গায়ে সেঁটে দেওয়া হয়েছে ‘টেস্ট স্পেশালিষ্ট’ তকমা। এমনকি তার হাতে তুলে দেওয়া হয়েছে টেস্ট দলের নেতৃত্বও। বিশ্বের বাঘা বাঘা সব টেস্ট খেলোয়াড় কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছেন। এক ভক্তের প্রশ্নের জবাবে মুমিনুল জানান, সুযোগ পেলে তিনিও কাউন্টিতে খেলতে চান।

মুমিনুল বলেন, ‘কাউন্টিতে খেলার ইচ্ছা আছে। যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ্‌ খেলবো।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জেসন রয়ের অদ্ভুত চোট

অল্প দামেই কাউন্টিতে কোহলি

তামিম পরিবারের উপর হামলা হয়েছিলঃ ইংলিশ মিডিয়া

ইংল্যান্ড ছেড়ে আসার কারণ জানালেন তামিম

কাউন্টিতে এবার মিরাজ-সৌম্য!