Scores

কাউন্টি খেলবেন কোহলি

আগামী জুনের শেষদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারত ক্রিকেট দল। এই সফরকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। কেননা ২০১৪ সালে ইংল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে ধরাশায়ী হয়েছিলো ভারত। তাই এবার পূর্ণ প্রস্তুতি নিয়েই ইংল্যান্ড যাবে ভারত।

কাউন্টি খেলবেন কোহলি

এই সফরে ৩টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৫টি টেস্ট। ওল্ড ট্রাফোডে টি-টোয়েন্টি দিয়েই সিরিজ আরম্ভ হবে দুই দলের। ভারতীয় বোর্ডের পাশাপাশি ইংল্যান্ড সফরকে গুরুত্ব সহকারে নিচ্ছেন বিরাট কোহলি। তাই তো প্রথমবারের মতো ইংলিশ কাউন্টিতে খেলতে দেখা যাবে তাকে।

Also Read - মোসাদ্দেকের ছোট ইনিংসে বড় ঝড়


এমনিতেই ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং রেকর্ড ভালো না কোহলির। ২০১৪ সালে পাঁচ টেস্টে ১৩ গড়ে ১৩৪ রান করেছিলেন ভারতের বর্তমান অধিনায়ক। সেই সাথে রয়েছে দুইটি ডাকও। তাই কোন প্রকার ঝুঁকি না নিয়েই আগেই ইংল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কাউন্টি খেলবেন তিনি। যার কারণে খেলতে পারবেন না ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি।

তবে এখনো কোন দলের হয়ে খেলবেন সেটি নিশ্চিত নয়। নাম প্রকাশ না করা ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতের এক দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানান সারে ক্রিকেট ক্লাব বা এসেক্সের হয়ে খেলতে পারেন বিরাট কোহলি।

‘কাউন্টিতে বিরাট কোহলি যেকোন এক দলের হয়ে খেলছে সেটি নিশ্চিত। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। সারে ও এসেক্স ক্লাবের সঙ্গে কথা চলছে।’

তবে আইপিএলের ১১তম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অ্যাসাইনমেন্ট শেষ করেই কাউন্টি খেলতে ইংল্যান্ড পাড়ি দিবেন কোহলি। শুধু কোহলিই নয় এই সিরিজকে ঘিরে বিসিসিআই আরও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে কাউন্টিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের এক সূত্রমতে, ইয়র্কশায়ারের হয়ে খেলতে পারেন পুজারা ও ডারহামের হয়ে খেলতে পারেন পেসার ইশান্ত শর্মা।

সেই সাথে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে খেলবে ভারত ‘এ’ দল। সেই সফরের জন্য ভারত ‘এ’ দলে দেখা যেতে পারে মুরালি বিজয় ও টেস্টের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। কাউন্টির গত মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন

আরও পড়ুনঃ ঋণমুক্তির কারণেই কোচ হতে চান সুজন

Related Articles

রোহিতের সেঞ্চুরিতে প্রথমদিনে চালকের আসনে ভারত

আইপিএলেও অধিনায়কত্ব হারালেন স্মিথ