
ইংলিশ কাউন্টির দল সাসেক্সের ক্রিকেটাররা পেয়েছেন লোভনীয় এক প্রস্তাব। নির্দিষ্ট এক এলাকা দিয়ে ছক্কা হাঁকালেই তাদের নামে লিখে দেওয়া হবে কাড়ি কাড়ি টাকা!
যে নির্দিষ্ট এলাকার কথা বলা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ‘কাও কর্নার’। সাসেক্সের নতুন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কাও কর্নার ইনভেস্টমেন্ট এই ব্যবস্থার প্রবর্তক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, টি-২০ কিংবা ওয়ানডে ফরম্যাটে কাও কর্নার এলাকা দিয়ে ছক্কা হাঁকালেই সাসেক্সের যেকোনো ব্যাটসম্যান পেয়ে যাবেন ১০০০ পাউন্ড বা ১ লক্ষ ৮ হাজার টাকা!
এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে মূলত মহৎ এক উদ্দেশ্যে। ছক্কা হাঁকালে এই বিশাল অঙ্কের টাকা সাসেক্সের ক্রিকেটারদের নামে লেখা হলেও তা আসলে যুক্ত হবে সাসেক্স ক্রিকেট ফাউন্ডেশনে। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকা ব্যবহার করা হবে দেশব্যাপী মানুষের জীবনধারায় বদল আনতে, ক্রিকেটের মাধ্যমে।
অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে কাও কর্নার ইনভেস্টমেন্ট এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ম্যাথিউ রুর্কে বলেন, ‘আমি আসলে দেখতে চাচ্ছি যে কাও কর্নার দিয়ে বল উড়ে যাচ্ছে গ্যালারিতে। যতবার হোক সমস্যা নেই।’
তিনি মনে করেন, সাসেক্সের সমর্থকরা এই ব্যাপারটি বেশ উপভোগ করবেন, ‘সাসেক্সের সমর্থকরা এমন ছক্কা বেশ উপভোগ করবে। প্রতি ছক্কার জন্য ১ হাজার পাউন্ড করে দেওয়া হবে।’
সাসেক্স এর হেড অব কমিউনিটি ক্রিকেটের প্রধান ক্রিস কোলম্যান মনে করেন, এই উদ্যোগ গ্রহণের ফলে ব্যাটসম্যানরা কাও কর্নার দিয়ে ছক্কা হাঁকাতে একটু বেশিই উৎসাহী হবেন।
তিনি বলেন, ‘তারা আমাদের কাউ কর্নারের পৃষ্ঠপোষক হওয়ায় আমরা আনন্দিত। কাও কর্নার ফাউন্ডেশন সাসেক্সের ক্রিকেট ফাউন্ডেশনকে সহায়তা করার হাত বাড়িয়ে দিতেই এমন ঘোষণা দিয়েছে। তাদের এই ছক্কার টাকাটা সরাসরি চলে যাবে আমাদের ফাউন্ডেশনে। সেখান থেকে কমিউনিটি প্রোগ্রামের কাজে ব্যবহার করা হবে। আশা করছি আমাদের ব্যাটসম্যানরা কাও কর্নার দিয়ে ছক্কা মারতে পারবে এবং পুরস্কার জিতবে।’
আরও পড়ুন: বিয়ের কারণে হারিয়েছিলেন ফর্ম!