
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় অনূর্ধ্ব-১৯ দল থেকে অংশ নেবেন পাঁচ খেলোয়াড়, যাদের চারজনেরই এটি প্রথম বিপিএল। তাদেরই একজন কাজী অনিক। তরুণ এই পেসারকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস।
বয়সভিত্তিক পর্যায় থেকে বিপিএলের মতো জমজমাট আসরে সুযোগ পেয়ে চমক সৃষ্টি করেছেন অনিক, আর এতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তার বাবা। বিপিএলে সুযোগ পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অনিক বলেন, ‘আমার থেকে বেশি খুশি হয়েছেন আমার বাবা। আর আমি সত্যিই অনেক অনেক খুশি যে আমার বাবাকে এমন একটা বড় চমক দিতে পেরেছি।’
বিপিএলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের প্রায় সবাই বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে আসা। অনূর্ধ্ব-১৯ দল থেকে সুযোগ পাওয়া তাই বড় এক অর্জনই। অনিক বলেন, ‘ম্যাক্সিমাম যারা বিপিএল খেলেছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের পরে। আমি অনেক খুশি কারণ আমি অনূর্ধ্ব–১৯ দলে থাকা অবস্থায় বিপিএল খেলতে পারছি।‘
প্রিমিয়ার লিগে ভালো খেলা উপহার দেওয়ার ফলই রাজশাহী কিংসে সুযোগ পাওয়া কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা হতে পারে। তবে আমার চেষ্টা ছিল প্রিমিয়ার লিগে ভালো বল করার, আমি করেছি। আর ওভারঅল আমি সবকিছু নিয়ে খুশি, কারণ প্রিমিয়ার লিগেও এটি আমার প্রথম বছর ছিল। আর আবাহনীতে খেলতে পারাটাও আমার জন্য লাকি ছিল। কারণ সবাই আবাহনীতে খেলতে পারে না। আমি চেষ্টা করছি ভালো করার।’
অন্য ঘরোয়া আসর থেকে বিপিএলের ভিন্নতা উল্লেখ করে অনিক প্রত্যাশা ব্যক্ত করেন এখানে ভালো করার, ‘বিপিএল একটু অন্য লেভেলের। এখানে মানসিকভাবে হাই থাকতে হয়। আর সবকিছু খুব নিখুঁতভাবে করতে হয়। আর চেষ্টা করবো যে, সামনে নিজের যে সিরিজগুলো আছে সেগুলোতে ভালো কিছু করার।’
যুবাদের সামনে এশিয়া কাপ ও আফগানিস্তান মিশন। আপাতত সেদিকেই নজর অনিকের। ৮টি লিস্ট ‘এ’ ক্যাটাগরির ম্যাচ খেলা ক্রিকেটার বলেন, ‘আমি এখন বিপিএলে ফোকাস করছি না। আমার প্রধান ফোকাস এখন সামনে আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপ। এটার জন্যই নিজেকে প্রস্তুত করছি।’
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম