
শহীদ আফ্রিদিকে নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলে হইচই বাঁধিয়ে ফেলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। বেশ কিছু দিন চুপ থাকলেও অবশেষে এই ইস্যুতে মুখ খুলেছেন আফ্রিদি।

কিছু দিন আগে কানেরিয়া আফ্রিদির বিরুদ্ধে স্বজনপ্রীতিমূলক আচরণের অভিযোগ তুলে বলেছিলেন, ‘শহিদ আফ্রিদি সবসময় আমাকে বিরক্ত করত। আমরা একই বিভাগে খেলতাম। সে আমাকে বেঞ্চে বসিয়ে রাখত, একদিনের একটা টুর্নামেন্টে খেলার সুযোগ দেয়নি।’
আফ্রিদিকে মিথ্যাবাদী ও প্রতারক আখ্যা দিয়ে কানেরিয়া আরও বলেছিলেন, ‘তিনি চাননি আমি দলে থাকি। তিনি একজন মিথ্যাবাদী, একজন প্রতারক… কারণ তিনি একজন চরিত্রহীন মানুষ ছিলেন। আমার মনোযোগ শুধু খেলায় ছিল। তাই এসবে গুরুত্ব দেইনি। শহিদ আফ্রিদিই একমাত্র ব্যক্তি যিনি বাকি খেলোয়াড়দের কাছে গিয়ে আমার বিরুদ্ধে উসকানি দিত। আমি ভালো করছিলাম এবং সে আমাকে হিংসা করত। তবে আমি গর্বিত যে আমি পাকিস্তানের হয়ে খেলেছি। আমি এই জন্য কৃতজ্ঞ।’

সম্প্রতি আবার কানেরিয়া ভারতীয় গণমাধ্যমের কাছে দাবি করেছেন, আফ্রিদি নাকি তাকে জোর করে ধর্মান্তরিত করতে চেয়েছিলেন। তবে আফ্রিদির দাবি, কানেরিয়া ধর্মীয় সংঘাতের কারণে এসব মিথ্যাচার করছেন।
কানেরিয়াকে নিজের চরিত্রের দিকে তাকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে মানুষটা এসব বলছে, তার চরিত্রের দিকে তাকান। কানেরিয়া আমার ছোট ভাইর মত ছিল। আমি ওর সাথে অনেক বছর খেলেছি। আমার আচরণ খারাপ হলে সে কেন তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অভিযোগ করেনি, যাদের অধীনে আমি খেলতাম। সে আমাদের শত্রু দেশকে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে, যেটা ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে পারে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।