Scores

কাপুরুষোচিত ঘটনায় সাকিবের নিন্দা

আজকে নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় এখন বাংলাদেশসহ বিশ্বক্রিকেটেও আলোচনার বিষয়। এই হামলা নিয়ে বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। সতীর্থদের দ্রুত সুস্থভাবে দেশে ফিরে আসার আশা করছেন তিনি।

আজ দুপুরে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দেন সাকিব। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন।

Also Read - টাইগারদের জন্য দোয়া চাইলেন তামিমের স্ত্রী আয়েশা


হামলার সময় ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন তামিম-মুশফিকরা। তারাও আল নূর মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথচারীর সতর্ক বার্তায় থেমে যান তারা। সতীর্থদের নিরাপদে দেশে ফেরার ব্যাপারেও সাকিব আশাব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের বার্তাটি ছিল এমন যে, যেকোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই দুঃখজনক। ব্যাপারটা আরও শোচনীয় হয় যখন সন্ত্রাসী কার্যক্রম চালানো হয় কিছু নিষ্পাপ প্রার্থনারত মানুষের উপর। দূর্ঘটনায় নিহত সকল বিদেহী আত্মার শান্তি কামনা করছি৷ কাপুরুষোচিত এই ঘটনায় স্বজন হারানো শোক-সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। মহান আল্লাহকে ধন্যবাদ আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারকে হামলা থেকে নিরাপদে রাখার জন্যে। যত দ্রুত সম্ভব নিরাপদে যেন তারা দেশে ফেরে সেই কামনাই থাকলো।’ 

শুক্রবার নিউজিল্যান্ডের সময় অনুযায়ী দুপুর ১টা ৪৫ মিনিটে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। প্রথমে ৬ মুসল্লির মৃত্যুর কথা বলা হলেও সেই সংখ্যা ইতোমধ্যে ২৭ ছাড়িয়েছে। হামলার সময় একাধিক অস্ত্রধারী সক্রিয় ছিল।

শনিবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালেই স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল। ঐ ম্যাচের জন্যই টাইগাররা সেখানে অবস্থান করছিলেন। তবে ভয়ানক এই হামলার পর ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করা হয়েছে, যে সিদ্ধান্ত এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ মতের ভিত্তিতে। যত দ্রুত সম্ভব ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হবে জানিয়েছে বিসিবি।

[আরও পড়ুনঃ টাইগারদের জন্য দোয়া চাইলেন তামিমের স্ত্রী আয়েশা]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়াগনারের বিপক্ষে খেলতে পছন্দ করেন না তামিম!

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর