কামিন্দুর অনন্য রেকর্ড

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-09-27T15:11:14+06:00
আপডেট হয়েছে - 2024-09-27T15:11:14+06:00
টেস্ট অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন শ্রীলঙ্কার বামহাতি ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। ক্যারিয়ারের অষ্টম টেস্টেই তিনি তুলে নিয়েছেন পঞ্চম টেস্ট শতক। গলে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানোর পথে গড়েছেন ইতিহাস।
রেকর্ডটা হয়েছে প্রথম দিনেই। আগ্রাসী ব্যাটিং করে ৫৩ বলে ফিফটি তুলে নেন কামিন্দু। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম ৮ টেস্টেই ৫০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলা ব্যাটসম্যান হয়েছেন তিনি। এর আগে পাকিস্তানের সৌদ শাকিল প্রথম ৭ টেস্টে খেলেছিলেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
এ রেকর্ড গড়েই থামেননি কামিন্দু। দ্বিতীয় দিন ছুটে চলেছেন দারুণভাবে। তার সাবলীল ব্যাটিংয়ের সামনে যেন নখদন্তহীন হয়ে উঠেছে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ। দাপুটে ব্যাটিং করে দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন শতক যা তার টেস্ট ক্যারিয়ারের পাঁচ নম্বর।
ক্যারিয়ারের ১৩তম ইনিংসেই পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে কামিন্দু নাম লেখিয়েছেন কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের পাশে। সবচেয়ে কম ইনিংসে পাঁচ টেস্ট সেঞ্চুরির রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকসের। দশ ইনিংসে পাঁচ সেঞ্চুরু হাঁকিয়েছিলেন তিনি। তবে এশিয়ার মধ্যে পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে ইনিংসের হিসেবে দ্রুততম কামিন্দু।
আরেকটি রেকর্ডে কামিন্দুর সুযোগ রয়েছে ব্র্যাডম্যানের পাশে নাম লেখানোর। ১২ ইনিংসে টেস্ট ক্যারিয়ারে ১০০০ রান করে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান পূর্ণ করার রেকর্ডটা দখল করে আছেন ইংল্যান্ডের হারবার্ট সাটক্লিফ এবং ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস। এ দুইজনের পরেই আছেন ডন ব্র্যাডম্যান যিনি ১০০০ রান স্পর্শ করতে খেলেছিলেন ১৩ ইনিংস।
এ ইনিংসের আগে ১২ ইনিংসে কামিন্দুর রান ছিল ৮২২। এ ইনিংসে ১৭৮ রান করতে পারলে নাম উঠে যাবে ডন ব্র্যাডম্যানের পাশে। সাথে কামিন্দু হবেন এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে টেস্টে ১০০০ রান করা খেলোয়াড়। এ রেকর্ড এখন পর্যন্ত ভারতের বিনোদ কাম্বলির দখলে। হাজার ধরতে কাম্বলি ব্যাট করেছিলেন ১৪ ইনিংস।
এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কামিন্দুর সংগ্রহ ১৩৪ রান। অর্থাৎ, টেস্ট ক্যারিয়ারের এক হাজার রান থেকে আর ৩৪ রান দূরে আছেন তিনি। কামিন্দুর ব্যাটে চড়ে রানের পাহাড় গড়ছে লঙ্কানরা। ইতোমধ্যেই তাদের দলীয় সংগ্রহ পাঁচশ' ছাড়িয়েছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।