Scores

কামিন্সের হাতে উঠলো অস্ট্রেলিয়ার বর্ষসেরার পুরস্কার

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। বছরের সেরা ক্রিকেটারের স্বীকৃতি হিসেবে এই পেসার পেয়েছেন অ্যালান বোর্ডার মেডেল।

কামিন্সের হাতে উঠলো অস্ট্রেলিয়ার বর্ষসেরার পুরস্কার

সোমবার (১১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্নে দেশটির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার প্রদান করা হয়। ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডস’ শিরোনামের এই অনুষ্ঠান পরিণত হয়েছিল দেশটির তারকা ক্রিকেটারদের মিলনমেলায়।

কামিন্স এই খেতাব পেয়েছেন দেশটির ক্রিকেটার, আম্পায়ার ও সাংবাদিকদের ভোটে। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পথে তিনি পেয়েছেন ১৫৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাথান লায়ন, যিনি কামিন্সের চেয়ে ৬টি ভোট কম অর্থাৎ মোট ১৫০টি ভোট পেয়েছেন। দ্বিতীয় সেরা লায়নের পরেই রয়েছেন অ্যারন ফিঞ্চ। তিনি পেয়েছেন ১৪৬টি ভোট।

Also Read - তাই বলে অজিদের এভাবে অপমান!


এছাড়াও উসমান খাজা ও মার্কাস স্টয়নিস ১০২টি করে ভোট পেয়েছেন। অ্যান্ড্রু টাই পেয়েছেন ৮৫টি ভোট।

এর আগে সর্বশেষ ২০১৪ সালে কোনো ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছিলেন। ২৫ বছর বয়সী কামিন্স সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জেতার দিক থেকে রয়েছেন দ্বিতীয় স্থানে। পুরস্কার প্রাপ্তির দিনে তার বয়স ছিল ২৫ বছর ২৭৯ দিন। সবচেয়ে কম বয়সে এই খেতাব জেতার রেকর্ড যার, সেই স্টিভ স্মিথ এই কীর্তির ভাগীদার হয়েছিলেন ২৫ বছর ২৩৯ দিন বয়সেই।

মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন অ্যালিসা হিলি। ফলে তিনি পেয়েছেন বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড। এই উইকেটরক্ষক-ব্যাটার একইসাথে জিতেছেন প্রমীলা বর্ষসেরা ওয়ানডে ও টি-২০ ক্রিকেটারের খেতাব দুটিও।

পুরুষ ক্রিকেটে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাথান লায়ন। ২৫ ভোট পাওয়া লায়নের ঘাড়ে নিঃশ্বাস ফেলা প্রতিদ্বন্দ্বী ছিলেন ২২ ভোট পাওয়া কামিন্স। মার্কাস স্টয়নিস হয়েছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। আর বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের খেতাব জিতেছেন অ্যারন ফিঞ্চ।

এছাড়াও সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার উঠেছে উইল পুকোভস্কির হাতে। তাই ২১ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার পেয়েছেন ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার অ্যাওয়ার্ড। ঘরোয়া ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন ম্যাথু ওয়েড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হেডিংলিতে খেলা হচ্ছে না স্মিথের

কোহলির সাথে পাল্লা দিয়ে এগোচ্ছেন স্মিথ

ইতিহাসের প্রথম বদলি ক্রিকেটার হয়েই লাবুশানের বাজিমাত

স্মিথের চোটে প্রথমবারের মত বদলি ক্রিকেটার দেখল ক্রিকেট বিশ্ব

শতক বঞ্চিত স্মিথ, জমে উঠেছে লর্ডস টেস্ট