Scores

‘কারো খেলা কখনো ছোট করে দেখতে নেই’

টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেও এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন শেখ মেহেদী হাসান। এই অলরাউন্ডারের চেষ্টা থাকবে তিন বিভাগেই ভালো করে অভিষেকটা রাঙানোর। সেই সাথে তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজের মূল শক্তির দল না আসলেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

'কারো খেলা কখনো ছোট করে দেখতে নেই' (2)
মেহেদী হাসান

দুই জনের নাম একই, দুইজনের শহর একই এবং দলে দুই জনের ভূমিকায়ও প্রায় একই। মেহেদী হাসান মিরাজের সাথে লড়াই করেই হয়তো শেখ মেহেদীর একাদশে জায়গা করে নিতে হবে। মিরাজের দলে থাকা নিয়ে শুরুতে সংশয় ছিল তার বর্তমান পারফরম্যান্স নিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারফরম্যান্স বিবেচনায় তাকে দলে রাখা হয়েছে। একটি সুযোগের অপেক্ষায় আছেন মেহেদীও।

নিজের লক্ষ্য নিয়ে মেহেদী বলেন, ‘হ্যা অবশ্যই, পরিশ্রম করে আসছি এই বাংলাদেশ দলে খেলার জন্য। প্রথমে আমার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে, এখন ওয়ানডেতে সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ। যদি একাদশে সুযোগ হয়, নিজের সেরাটা দেওয়ার অবশ্যই চেষ্টা থাকবে।’

Also Read - সেরাটা দিয়েই শুরু করতে চান হাসান


তিনি আরও বলেন, ‘যেহেতু আমি বোলিং করতে পারি, ব্যাটিং করতে পারি, যেই জায়গায় আসে সেটাই কাজে লাগানোর চেষ্টা করব। যেহেতু অলরাউন্ডার তাই চেষ্টা থাকবে তিন বিভাগেই ভালো করার। বাদবাকি আল্লাহর ইচ্ছা, আমার তরফ থেকে শতভাগ চেষ্টা থাকবে।’

ওয়েস্ট ইন্ডিজ আনকোরা দল বা অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে। কিন্তু কাউকে ছোট করে দেখছেন না মেহেদী। নিজের দিনে যারা খেলবে, দিন শেষে তারাই জয় পাবে- নীতিতেই বিশ্বাসী এই অলরাউন্ডার। তিনি বলেন,

‘এটা অনুপ্রেরণা, চাপ না। আমরা ক্রিকেট খেলোয়াড়, চাপ নেওয়ার কিছু নেই। আমরা পরিশ্রম করছি, চেষ্টা করছি এটা অনেক কিছু। চাপ নিলে সেই চাপটা ম্যাচের ভেতরে পড়ে, ম্যাচের ভেতরে প্রভাবটা আসে না। পুরা শক্তির দল আসলেও কোনো সমস্যা ছিল না যেহেতু আমরা মানসিকভাবে অনেক দৃঢ় আছি। কারো খেলা কখনো ছোট করে দেখতে নেই, যে দলই হোক। ছোট দল আর বড় দল নেই, দিন শেষে ভালো করবে সেই ফলাফল পক্ষে পাবে।’

উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। ২২ জানুয়ারি মিরপুরে এবং ২৫ জানুয়ারি চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বাংলাদেশ সফরে আসবেন তো ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা?

রেকর্ড জুটি গড়ে ফিরলেন শান্ত-মুমিনুল

অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন রাজা

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর দেড় শতাধিক রানে হাসছে বাংলাদেশ

রিজওয়ানের ব্যাটে জিম্বাবুয়ের জয় ঠেকাল পাকিস্তান