Scores

‘কালো’ বলে ডিনারের জন্য এনটিনিকে ডাকতেন না সতীর্থরা

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মাখায়া এনটিনি। ‘কালো’ বলে সতীর্থদের থেকে প্রাপ্য সম্মানটা পেতেন না এক সময়ের তারকা পেসার।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ বর্নের মানুষ খুন হওয়ার পর নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। এ জন্য পুরো বিশ্বেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সামিল হয়েছেন তারা। তাঁদের এ আন্দোলনে সমর্থন করেছেন শ্বেতাঙ্গরাও। আর এটির প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। এমনকি অনেকেই নিজের সতীর্থদের থেকেও বর্নবাদের শিকার হয়েছেন ক্রিকেটাররা।
এবার এ ইস্যুতে মুখে খুলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার মাখায়া এনটিনি। তিনি জানিয়েছেন কালো হওয়াতে তার সতীর্থরা ডিনারের জন্য ডাকতেন না তাকে। নিজের সঙ্গে ঘটে যাওয়া দুঃখের ঘটনা প্রকাশ করেছেন এ পেসার।

Also Read - তামিমের রেকর্ডের কথা মনে করালেন সিবলি


“কেউই ডিনারে যাওয়ার জন্য আমার দরজায় এসে ডাকত না। সতীর্থরা আমার সামনেই বিভিন্ন পরিকল্পনা সাজাত কিন্তু তাঁদের ওই পরিকল্পনা আমাকে বাদ দিয়ে করত। আমরা একই রঙের জার্সি, একই জাতীয় সঙ্গীত পরিবেশন করতাম। তারপরেও এসবের সঙ্গে আমাকে মানিয়ে নিতে হতো।”
তিনি আরও যোগ করেন, “আমি একাকীত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম। বাসে যদি আমি পেছনের সিটে বসতাম, তারা আমার সামনে এসে বসত। যখন আমরা ম্যাচ জিততাম তখন সবার জন্য অন্যরকম এক অনুভূতি কাজ করত। কিন্তু যখন দল হারত, দায়টা সবার আগে আমার ঘাড়েই আসত।”

শুধু তিনি নিজে একাই নন, বর্নবাদের শিকার হয়েছেন তার পুত্র থান্ডোও। ছেলের এমন অভিজ্ঞতার কথাও জানান তিনি।

“আমার ছেলেকেও একই পরিস্থিতির শিকার হতে হয়েছে। সে এটির জন্য অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে যাওয়া বন্ধ করে দিয়েছিল।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না ডি ভিলিয়ার্স

দলে ফিরতে পিসিবিকে ‘ব্ল্যাকমেইল’ করছেন আমির!

মালিককে নিয়ে বিস্ফোরক দাবি আফ্রিদির

বল টেম্পারিং কাণ্ডে আবারও প্রশ্নের মুখে অস্ট্রেলীয় ক্রিকেটাররা

আমার স্বপ্ন অনেক বড় : তাসকিন