কিউইদের ২০ উইকেট নিতে পাকিস্তান টেস্ট দলে আরও তিন বোলার
সম্প্রতি নিজেদের মাঠে পাকিস্তানের বোলাররা টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হিমশিম খাচ্ছেন। সে কারণে আসন্ন নিউজিল্যান্ড টেস্টে সিরিজে দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতে তারা। সে লক্ষ্যে স্কোয়াডে আরও ৩ জন বোলারকে নিয়েছে দেশটির অন্তর্বর্তী নির্বাচন কমিটি।

প্রকাশিত হয়েছে - 2022-12-25T08:57:42+06:00
আপডেট হয়েছে - 2022-12-25T08:57:42+06:00
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এ সিরিজকে সামনে রেখে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী নির্বাচন কমিটি আরও তিনজন ক্রিকেটারকের দলে নিয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শাহনেওয়াজ দাহানি
কিউইদের বিপক্ষে আগেই টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। এবার যোগ হলেন আরও তিনজন। অর্থাৎ, নতুন এ টেস্ট স্কোয়াড এখন ১৯ জনের।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির প্রধান করে জাতীয় দলের জন্য অন্তর্বর্তী নির্বাচন কমিটি দিয়েছে পিসিবি। দায়িত্বের প্রথম দিনেই কমিটি টেস্টে স্কোয়াডে নতুন করে তিনজনকে ভিড়িয়েছে। স্কোয়াডে যোগ করা তিনজন ক্রিকেটার হলেন- মীর হামজা, সাজিদ খান এবং শাহনওয়াজ দাহানি।
এ তিনজনের মধ্যে পেসার হামজা খেলেছেন মাত্র একটি টেস্টে। তাও ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর এ বছরের শুরুতে অজিদের বিপক্ষে সবশেষ সাদা পোশাকে মাঠে নামেন স্পিনার সাজিদ। আর পাকিস্তানের হয়ে ২ টি ওয়ানডে ও ১১ টি টি-টোয়েন্টি খেললেও এখনও টেস্টে অভিষেক হয়নি পেসার দাহানির।
শহীদ আফ্রিদি বলেন, "আমরা স্কোয়াড নিয়ে ভালোভাবে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে, আমাদের বোলিং বিভাগকে শক্তিশালী করতে হবে। যাতে এক ম্যাচে ২০ উইকেট নেওয়ার সেরা সুযোগ থাকে। তাই সাম্প্রতিক ফর্ম এবং পারফরম্যান্স বিবেচনা করে, আমরা ফাস্ট বোলার মীর হামজা এবং শাহনওয়াজ দাহানি এবং অফ-স্পিনার সাজিদ খানকে আমরা দলে নিয়েছি।"
পাকিস্তান স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আগা সালমান, হাসান আলী, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, নৌমান আলি, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ, মীর হামজা, শাহনওয়াজ দাহানি ও সাজিদ খান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।