কী নিয়ে বেঁধেছিল কোহলি-স্টোকসের, জানালেন সিরাজ
মাঠে মেজাজ হারানোর জন্য খ্যাতি কিংবা কুখ্যাতি আছে দুইজনেরই। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) একে অন্যের সাথে মাঠেই বিবাদে জড়িয়ে গেলেন বিরাট কোহলি ও বেন স্টোকস। আহমেদাবাদে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ জানালেন এর কারণও।
সিরাজের দাবি, ঘটনা ক্যামেরায় যা ধরা পড়েছে আদতে তা ছিল না। স্টোকস নাকি তাকে গালি দিয়েছিলেন। তখনই সেখানে মধ্যস্থতা করতে যান কোহলি, যা বেশ ভালো করে ধরা পড়ে টিভি ক্যামেরায়, ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
Also Read - 'কিছু একটা' নিয়ে দেশে ফিরতে চান সাইফউদ্দিনকোহলিকে অবশ্য সিরাজের পিঠ চাপড়াতে দেখা গেছে। তারও ব্যাখ্যা পাওয়া গেল সিরাজের কথায়।
সিরাজ বলেন, ‘স্টোকস আমাকে গালিগালাজ করে। এরপরই আমি বিরাট কোহলি ভাইকে বিষয়টা জানাই। তারপর বিরাট ভাই গোটা বিষয়টা সামলান।’
সতীর্থদের ব্যর্থতায় কোহলিকে এদিন ব্যাট হাতে নামতে হয় প্রথম সেশনেই। সিরাজের বাউন্সারে বিরক্ত স্টোকস সিরাজকে কিছু একটা বলে বসেন। প্রান্ত বদলের সময় কোহলি কিছু বলেন স্টোকসকে। মুহূর্তেই যেন হাতাহাতি হওয়ার জোগাড়। মুখের কথায় প্রত্যেকে যে কয়েক দফা চপটাঘাত করেছেন একে অপরকে তা দুজনের শরীরী ভাষা দেখেই বোঝা গেছে।
শেষপর্যন্ত দুই অন ফিল্ড আম্পায়ার নীতিন মেনন ও বীরেন্দ্র শর্মা দুজনের বিবাদ থামান। স্টোকস অবশ্য সরে যাওয়ার সময়ও বিড়বিড় করে কিছু বলছিলেন!
What’s going on here lads? ?????????#INDvENG pic.twitter.com/lThox51Pp4
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) March 4, 2021