Scores

কুকের বদলি নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে ইংল্যান্ড

অ্যালিস্টার কুকের বিদায়ের পর ইংল্যান্ড দলে টেস্টে ওপেনিংয়ে কাকে দেখা যাবে সেটা নিয়ে ইংলিশ মিডিয়ার কম আলোচনা হয়নি। তবে আগামী নভেম্বরে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের জন্য কুকের বদলি রোরি বার্নসকে দলে নিয়েছে ইংল্যান্ড দলের নির্বাচকরা।

কুকের বদলি নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে ইংল্যান্ড

ভারতের বিপক্ষে গত হোম সিরিজে ১২ বছরের আন্তর্জাতিক  ক্যারিয়ারের ইতি টেনেছেন ইংল্যান্ড দলের টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যালিস্টার কুক। নিজের শেষ ইনিংসে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। সেখানে পাচটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি এবং তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য তিন নতুন মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। সেখানে একজন ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব সারির ওপেনার রোরি বার্নস। ভাবা হচ্ছে কুকের যোগ্য উত্তরসূরি হিসেবে। মূলত কাউন্টিতে বার্নাসের অসাধারণ ব্যাটিং মুগ্ধ করেছে ইসিবি নির্বাচকদের। এই সিজনে ৬৯ গড়ে ১৩১৯ রান করেছেন বার্নস।

Also Read - এখনও মাশরাফির ফাইনালের আশা


এই নিয়ে নির্বাচক এড স্মিথ বলেন, “আমি মনে করি, রোরি বার্নাস তার ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছে। শুধু এই সিজনেই নিয়ে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল সারি ক্রিকেট ক্লাব। গত পাঁচ বছর ধরেই সে বেশ ধারাবাহিকভাবে রান করছে।”

বার্নস ছাড়াও টেস্ট দলে নতুন মুখ জো ডেনলি। ইংল্যান্ডের হয়ে ৯টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও টেস্ট দলে নতুন মুখ পেসার স্টোন। নতুন মুখরা ছাড়া দলে রয়েছেন জনি বেয়ারস্টো, জস বাটলার, রুট।

আগামী ১০ অক্টোবর ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজ।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াডঃ জো রুট-(অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো-(উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, জেনিংস, জ্যাক লিচ, ওলি পোপ, আদিল রশিদ, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।

আরও পড়ুনঃ এখনও ফাইনালের আশা মাশরাফির

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

র‍্যাঙ্কিংয়ে উত্থান কুক-অ্যান্ডারসনের, শীর্ষ অলরাউন্ডার সাকিব

ইংল্যান্ডের জয়েই কুকের ক্যারিয়ারের ইতি

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার ‘কুক’

রানের খাতা খুলেই কুকের মাইলফলক স্পর্শ

যেখানে অনন্য জাভেদ ওমর বেলিম!