Scores

কুমিল্লায় যেতে পারেন অলক কাপালি

alok-kapali

মো. সিয়াম চৌধুরীঃ

অবশেষে বিপিএলে দল পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি। আসন্ন বিপিএলের তৃতীয় আসরে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সি গায়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে তাঁকে।

Also Read - বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক মূল্য


বৃহস্পতিবার ছিল বিপিএলের ক্রিকেটারদের লটারি। দেশি কোটায় থেকেও জাতীয় দলের একসময়ের খ্যাত ক্রিকেটার অলক কাপালিকে দলে ভেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের রোষানলের মুখে ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

টি২০ ফরম্যাটে অলক কাপালি বেশ স্বচ্ছন্দ। বল হাতে ঘূর্ণিযাদু দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও কম যান না। বিপিএলের প্রথম আসরে নিজ এলাকার দল সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার, শেষাংশে অধিনায়ক থাকার পাশাপাশি ছিলেন দলটির আইকন খেলোয়াড়ও। দ্বিতীয় বিপিএলে অলক খেলেছিলেন বরিশাল বার্নার্সের হয়ে।

বিপিএলের নিলামে দল না পেয়ে হতাশায় ভোগা অলককে কিনতে আগ্রহ দেখিয়েছেন রয়্যাল স্পোর্টসের মালিক ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পরিচালক নাফিসা কামাল। ইতিমধ্যে এ নিয়ে অলকের সাথে কথাও হয়েছে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের। দেশি ক্রিকেটারদের কোটা অনেকাংশে বাকী থেকে যাওয়ায় দলগুলো আরও এক সপ্তাহ সময় পাচ্ছে নতুন খেলোয়াড় চুক্তির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব