Scores

কুম্বলেই থাকছেন ভারতের কোচ!

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ভারতের কোচ কে হবেন এ নিয়ে জলঘোলা থামছেই না! বেশ কয়েকদিন দলটির বর্তমান কোচ অনিল কুম্বলের অনেকটা ‘নিশ্চিত’ অব্যাহতির পর এবার দেশটির গণমাধ্যমের নতুন খবর, কুম্বলেই থাকছেন ভারতের কোচ!

চুক্তি অনুযায়ী চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই শেষ হবে কোচ হিসেবে অনিল কুম্বলের মেয়াদ। এরপর ভারতের কোচ কে হবেন, সে নিয়ে চায়ের কাপে ঝড় উঠলেও এটা অনেকটাই নিশ্চিত ছিল যে- কুম্বলে থাকছেন না স্বপদে। দলের খেলোয়াড় ও অন্যান্য কোচিং স্টাফের সাথে তার শীতল সম্পর্কের খবরও ছেপেছিল বেশ কয়েকটি স্বনামধন্য গণমাধ্যম।

Also Read - "যোগ্য দল হিসেবেই সেমিতে টাইগাররা"- হাসি


তবে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেও কুম্বলেই থাকছেন ভারতের কোচ। যদিও বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত করেনি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

তবে কুম্বলে ফের ভারতের কোচ হলে দলের খেলোয়াড়দের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, এটি ধরে নিচ্ছেন কমবেশি সবাই-ই। একসময়ের সফল ক্রিকেটার অনিল কুম্বলে কোচ হিসেবেও বেশ সফল। যদিও তার কঠোরতা খেলোয়াড়দের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের কোচ নিয়ে এই কলঘোলা আর কদিন চলে, সেটিই এখন দেখার বিষয়!

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলে

শেবাগের চাওয়া— কোহলিদের দল নির্বাচন করবেন কুম্বলে

পিটারসেন ও কুম্বলের চোখে সেমিফাইনাল খেলবে যারা

‘মুস্তাফিজ ফর্মে ফিরলে যেকোন দলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে’