Scores

কুম্বলেকে ছাঁটাই করার মূল হোতা কোহলিই!

ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে সাবেক ক্রিকেটার অনিল কুম্বলের বিদায়ের পেছনে অধিনায়ক বিরাট কোহলির হাত দেখছিলেন অনেকে। তবে বিষয়টি এতদিন ছিল পুরো অনুমান নির্ভর। সেই অনুমান নির্ভর বিষয়টিই এবার সত্যি হল একটি ফাঁস হওয়া মেইল বার্তার কারণে।

বিসিসিআই কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) সদস্য ডায়না এডুলজি জানিয়েছেন, কোহলির হস্তক্ষেপেই কুম্বলের মত হাই প্রোফাইল কোচের দায়িত্ব কেড়ে নিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের অপর এক সদস্য বিনোদ রাইকে পাঠানো এক মেইল বার্তায় ডায়না জানান, কুম্বলে প্রধান কোচ থাকা অবস্থায় তাকে কোচিং থেকে সরানোর জন্য বলেন কোহলি। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরিকে কোহলির সাথে কোহলি এ নিয়ে কথা বলেছিলেন বলে জানা গেছে।

বিনোদ রাইয়ের সঙ্গে ডায়নার মেইল আদান-প্রদানের অনেকাংশ সম্প্রতি ফাঁস হয়। সেখানেই জানা যায় ঘটনার আদ্যোপান্ত। বিষয়টি আলোচনায় এসেছে ভারত নারী দলের কারণে। নারী দলের সিনিয়র ক্রিকেটাররা কেন নিজেদের কোচ বাছাই করতে পারবেন না, সেই বিতর্কিত আলোচনাই টেনে এনেছে কুম্বলেকে ছাঁটাই করায় কোহলির প্রভাবের বিষয়টি। যেখানে প্রশ্ন রাখা হয়েছে- কোহলি কোচ বাছাই বা ছাঁটাই করতে পারলে ভারতের নারী ক্রিকেটাররা কেন সেই সুবিধা পাবেন না?

Also Read - “আমরা চাই মাশরাফি ভাই আরও অনেকদিন খেলুক”


সম্প্রতি ভারত নারী দলের কোচের পদ থেকে অব্যাহতি পান পুরুষ দলের সাবেক ক্রিকেটার রমেশ পাওয়ার। মিতালী রাজের সাথে তার দ্বন্দ্বের জের ধরে বোর্ড কর্তৃক এই ছাঁটাই প্রক্রিয়া হলেও তাকে কোচ হিসেবে পুনরায় বহাল চান আরও দুই ক্রিকেটার হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্দানা। সেই বিষয়ে সমর্থন জানিয়ে ফাঁস হওয়া মেইলে ডায়না দুই নারী ক্রিকেটারকে সমর্থন জানিয়ে বলেছেন, তারা নিজেদের মতামত জানানোর ব্যাপারে সত্য বলেছেবিরাটের মতো না যে প্রতিনিয়ত সিইও-কে খুদে বার্তা পাঠিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে পরিবর্তনও হয়েছেকুম্বলেকে খলনায়ক বানানো হয়েছে এবং সরে দাঁড়ানোয় আমি তাকে সম্মান করিতখন নিয়ম ভাঙা হয়েছিল এবং এ নিয়ে আমি প্রতিবাদও করেছিলাম।’

তুমুল আলোচনার জন্ম দেওয়া এই ঘটনা কোথায় গিয়ে থামে, দেখা যাক!

আরও পড়ুন: “শেষ ম্যাচ আমাদের বাঁচা-মরার লড়াই”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকেটে ‘৫’ পরিবর্তনের অনুমোদন দিল আইসিসি

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলে

শেবাগের চাওয়া— কোহলিদের দল নির্বাচন করবেন কুম্বলে

পিটারসেন ও কুম্বলের চোখে সেমিফাইনাল খেলবে যারা