Scores

কুম্বলের সরে যাওয়াটা বিস্ময়কর ছিল!

 

india-coach-anil-kumble-during-nets_b9cf59c0-52bc-11e7-88ef-5a5d74cf2589

অনিল কুম্বলে ভারতের কোচ হিসেবে বেশ সফল। গত এক বছরে দায়িত্ব নেওয়ার পর দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। তার অধীনে পাঁচটি টেস্ট সিরিজে খেলে ভারতীয় দল, যার মধ্যে পাঁচটিতেই জয় লাভ করে ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টির রেকর্ডটাও কুম্বলের পক্ষেই কথা। এতো ভরাডুবি সাফল্যের পরেও প্রধান কোচ হিসেবে পদত্যাগ করাটা বিস্ময়ের ব্যাপার।

Also Read - অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেই জিতবে বাংলাদেশঃ মুমিনুল


আনিল কুম্বলের কোচ হিসেবে পদত্যাগ করার ব্যাপারটি নিশ্চিত করেন খোদ নিজেই। ব্যক্তিগত টুইটারে এক পোস্টে কোচ হিসেবে পদত্যাগ করার বিষয়টি জানান তিনি। কারণ হিসেবে দাঁড় করান দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতবিরোধ রয়েছে কুম্বলের। তাছাড়াও দলের বেশ কয়েকজন ক্রিকেটার কোচ হিসেবে চান না কুম্বলেকে।

কুম্বলের হুট করে সরে যাওয়াটা বিস্ময়কর মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তবে এর পেছনে বেশ যুক্তিসঙ্গত কারণও রয়েছে। অ্যান্টিগায় ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে চোয়াল ভাঙ্গার পরেও দলের হয়ে খেলতে নামেন কুম্বলে, যা কিনা ক্রিকেটে রেখে গেছে বিরাট এক স্মারক।

ভাঙ্গা চোয়াল নিয়েই ১৪ ওভার বল করেন কুম্বলে এবং এমন চোট নিয়ে প্রথম বোলার হিসেবে উইন্ডিজ গ্রেট লারার উইকেট নেন কুম্বলে। সেটির যের ধরেই কুম্বলের সরে যাওয়াটাকে বিস্ময়কর বলছেন সুনীল গাভাস্কার। তবে বিরাটের সঙ্গে কুম্বলের মতবিরোধের ব্যাপারটা আগে থেকেই কিছুটা লক্ষ্য করেছেন এই সাবেক ক্রিকেটার।

“তার অধীনে ভারত গত এক বছরে অনেক কিছুই পেয়েছে এবং অনেকগুলো সিরিজও জিতেছে। গত এক বছরে অনিল কুম্বলের কোন ভুল আমার চোখে পড়েনি। তবে যেকোন দলেই এমন সমস্যাটা হতে পারে কিন্ত দিন শেষে দলের পারফরম্যান্সটাই বড় অর্জন হয়ে দাঁড়ায়, যা কিনা কুম্বলের ক্ষেত্রেও হয়েছে।”

ভাঙ্গা চোয়াল নিয়ে যে ক্রিকেটার কিনা বল হাতে দলের জন্য মাঠে নামতে পারে, সে ক্রিকেটারের এতো তাড়াতাড়ি সরে যাওয়াটা বিস্ময়কর লেগেছে গাভাস্কারের কাছে। তার মতে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বটা চালিয়ে যাওয়া উচিত ছিলো কুম্বলের।

“আমার মতে অনিল কুম্বলের কোচের দায়িত্বটা চালিয়ে যাওয়া উচিত ছিলো। কোহলি ও কুম্বলের মধ্যে দূরত্বটা আমি আগে থেকে কিছুটা অনুমান করতে পেরেছি।একবার ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি) কুম্বলের আশেপাশের ঘটনার কিছুটা ইঙ্গিত দিয়েছিল। আশা ছিলো সে আবার ঘুরে দাঁড়াবে এবং আগের চেয়ে আরো শক্তভাবে ফিরবে কিন্তু দুঃখের বিষয় তার মতো যোদ্ধা ক্রিকেটার দলের কোচের দায়িত্বটা পালন করেনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলে

শেবাগের চাওয়া— কোহলিদের দল নির্বাচন করবেন কুম্বলে

পিটারসেন ও কুম্বলের চোখে সেমিফাইনাল খেলবে যারা

‘মুস্তাফিজ ফর্মে ফিরলে যেকোন দলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে’

“বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই”