Scores

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাচ্ছেন নাসির, আল-আমিন

নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না নাসির হোসেন ও আল-আমিন হোসেন। এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাচ্ছেন এই দুই ক্রিকেটার। তাদের জায়গায় নেয়া হবে নতুন দুই ক্রিকেটারকে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড় সংখ্যাও বাড়ানো হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন এমনটা।

শৃঙ্খলা ভঙ্গের জন্য আল-আমিন ও নাসিরের উপর নাখোশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি এই দুই ক্রিকেটার জাতীয় দলেও নিয়মিত নন। তাই তাদেরকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলে বর্তমান যারা নিয়মিত খেলছে তারাই হবেন নতুন চুক্তির অন্তর্ভূক্ত। এই প্রসঙ্গে আকরাম খান বলেন, “ও (নাসির) যদি জাতীয় দলে না খেলে, তাহলে ওকে চুক্তিতে রাখাটা ভালো দেখায় না। তবে জাতীয় দলে নিয়মিত খেললে আবার চুক্তির অন্তর্ভুক্ত হবে।”

Also Read - মুস্তাফিজকে না খেলানোর বিসিবির যুক্তি!


এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, “আমরা চুক্তিতে ১৮ জন দিচ্ছি এবার। কারা থাকতে তা বোর্ডের সিদ্ধান্ত।” তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিবেচনায় চুক্তির অর্থও আলাদা হবে। এই প্রসঙ্গে আকরাম খান বলেন, “যারা টেস্ট খেলছে নিয়মিত, তাদের ভালো সুবিধা দেয়া হবে। এছাড়া ম্যাচ খেলার উপর সিনিয়র, জুনিয়র বিষয়টিও দেখা হবে।”

ধারণা করা হচ্ছে, বর্তমান জাতীয় দলের চার নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও শুভাশিস রায় বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হতে যাচ্ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অন্যরকম সেঞ্চুরিতে ‘রেকর্ড বুকে’ আল-আমিন

বিপিএলে আল-আমিনের ‘লজ্জার’ রেকর্ড

বিজয়-সৌম্যকে আরও সুযোগ দেওয়ার পক্ষে আল-আমিন

সুযোগের অপেক্ষায় ‘প্রস্তুত’ আল-আমিন

বোলারদের নিয়ে সন্তুষ্ট প্রকাশ বোলিং অ্যাকশন কমিটির