Scores

কেন কোহলির নামে লেখা ছিল ‘রাহুল’

২০১৭ সালের অন্যতম আলোচিত বিষয় ছিল ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার বিয়ে। ঐ বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন এর আগে ৪ বছর চুটিয়ে প্রেম করা এই দুই বড় তারকা।

কেন কোহলির নামে লেখা ছিল ‘রাহুল’

বিয়ের এত বছর পর ফাঁস হয়েছে একটি খবর। কোহলি ও আনুশকার বিয়ের অনুষ্ঠান হয়েছিল ইতালিতে। নিজ দেশে না থাকলেও তাদের পেছনে সংবাদমাধ্যমের ‘লেগে থাকা’র মাত্রা কি আর কমে! আর তাই বিয়ের সময় কোহলি ব্যবহার করেছিলেন নকল নাম!

Also Read - বিশ্বকাপ জয়ে আশাবাদী শেন ওয়ার্ন


কোহলির সেই নকল নাম ছিল রাহুল। সংবাদমাধ্যম যাতে তাদের বিয়ের ব্যাপারে আগে থেকে আঁচ করতে না পারে এবং তাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শঙ্কা এড়িয়ে যাওয়া যায় এজন্যই নিজের নাম পাল্টে রাহুল রাখতে চেয়েছিলেন কোহলি, এবং রেখেছিলেনও।

যদিও শুধু সংবাদমাধ্যমকে এড়িয়ে যাওয়াটাই কোহলি-আনুশকার লক্ষ্য ছিল না। মূলত বিয়ের ব্যাপারটি জানাজানি না হোক- এমনটাই চেয়েছিলেন তারা।

সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা জানান, ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করতে চেয়েছিলেন বলেই এত লুকোচাপা ছিল তাদের। আনুশকা বলেন, ‘আসলে আমরা চেয়েছিলাম ঘরোয়াভাবে বিয়েটা করতে। এতে মাত্র ৪২ জন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিলেন।’

বড় আয়োজনের চেয়ে কোহলির সাথে বিয়ের আসরে বসতে পারাই বড় ছিল আনুশকার কাছে, ‘আমার কাছে বিয়েটাই মুখ্য ছিল। এটাকে কখনোই বিরাট চেহারা দেওয়ার ইচ্ছা আমার ছিল না।’

তবে সংবাদমাধ্যম যে আনুশকার কাছে ‘আতঙ্ক’ ছিল না, পরিস্কার করেছেন সেটিও। তিনি বলেন, ‘শুধুমাত্র সংবাদমাধ্যম আর সাধারণ মানুষকে এড়িয়ে যাওয়ার বিষয়টাই আমাদের মূল লক্ষ্য ছিল না। নিরাপত্তার দিকটাও মাথায় রাখতে হয়েছিল।’

তিনি জানান, বিয়ের সব কার্যক্রমে নকল নাম ব্যবহারের পরিকল্পনা ছিল কোহলরই।

‘এই পরিকল্পনাটা বিরাটেরই ছিল। এমনিতেই আমাদের বিয়ের অনুষ্ঠানে ৪২ জন বাছাই করা অতিথি উপস্থিত ছিলেন। ক্যাটারিং বুকিং করার সময় থেকেই ভুয়া পরিচয় দেওয়া হয়েছিল। আমার মনে আছে, বিরাটের তখন নাম ছিল রাহুল।’– বলেন আনুশকা।

Related Articles

আনুশকাকে রেখেই অস্ট্রেলিয়ায় ছুটবেন কোহলি

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

করোনা মোকাবেলায় কোহলি-আনুশকার ‘৩ কোটি’ অনুদান

করোনাভাইরাস প্রতিরোধে কোহলি-আনুশকার অনুরোধ

আনুশকার হয়ে ব্যাট করলেন কোহলি