Scores

কেবল বাংলাদেশই ‘শূন্য’

২০১৪ সালে দেশের ক্রিকেট অঙ্গনে গুঞ্জন উঠেছিল, বাংলাদেশকে টেস্টের দ্বিতীয় স্তরে নামিয়ে দেওয়ার পরিকল্পনা করছে আইসিসি। বিসিবির জোরালো দাবি ও সুস্পষ্ট অবস্থানের কারণে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে নামতে হয়নি। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সামর্থ্য জানান দেওয়ার জন্য যেমন পারফরম্যান্স প্রয়োজন, তা এখনো প্রদর্শন করতে পারেনি টাইগাররা। 

করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচি। তার আগে মুমিনুল হকের নেতৃত্বে দল খেলেছে তিনটি টেস্ট। দুর্ভাগ্যবশত ফলাফল হিসেবে জয় আসেনি একটি ম্যাচেও। শুধু তাই নয়, তিনটি ম্যাচেই ফলাফল হল পরাজয়। অর্থাৎ, বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা তিনটি ম্যাচের একটিও ড্রও করতে পারেনি। ফলাফল- পয়েন্ট টেবিলে বাংলাদেশের কোনো পয়েন্টই নেই!

Also Read - তিন ফরম্যাটেই শীর্ষ পাঁচে বাবর


স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার সাউদাম্পটন টেস্ট (তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট) শেষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল হালনাগাদ করা হয়েছে। সেখানে সব দলের নামের পাশে পয়েন্ট শোভা পেলেও বাংলাদেশের কোনো পয়েন্টই নেই।

বাংলাদেশ অবশ্য ম্যাচও খেলেছে সবচেয়ে কম। বাংলাদেশের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে শ্রীলঙ্কা। তবে দলটি একটি ম্যাচে জিতেছে, একটি ম্যাচ ড্রও করেছে। তাই পয়েন্ট টেবিলে পাঁচটি টেস্ট খেলা ওয়েস্ট ইন্ডিজ ও ৭টি টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকার চেয়েও এগিয়ে আছে লঙ্কানরা।


করোনার কারণে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে আবারো সাজানো হবে সেই সূচি, যার শুরু হবে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ দিয়েই। অক্টোবর ও নভেম্বরে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে টাইগাররা, যার তিনটিই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। পরাশক্তিদের নিয়ে সাজানো মর্যাদার এই ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ’ লড়াইয়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য হলেও বাংলাদেশের ভালো করা জরুরী!

একনজরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

দলম্যাচজয়পরাজয়টাইড্রপয়েন্ট
ভারত৩৬০
অস্ট্রেলিয়া১০২৯৬
ইংল্যান্ড১৪২৭৯
নিউজিল্যান্ড১৮০
পাকিস্তান১৫৩
শ্রীলঙ্কা৮০
ওয়েস্ট ইন্ডিজ৪০
দক্ষিণ আফ্রিকা২৪
বাংলাদেশ

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

অজিরা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে, দাবি ল্যাঙ্গারের

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে, নিশ্চিত করলেন সৌরভ

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠায় ৮ কোটি টাকা পুরষ্কার পাচ্ছে ভারত

লর্ডসে হচ্ছে না ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ!